ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই আজ

প্রকাশিত: ০৫:১৯, ১০ মার্চ ২০১৮

বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই আজ

মিথুন আশরাফ ॥ নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার লড়াই হবে আজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটিতে বাংলাদেশ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কা থাকবে। আর শ্রীলঙ্কা জিতলে ফাইনালে খেলার সম্ভাবনা বেড়ে যাবে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ যেখানে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে। সেখানে শ্রীলঙ্কা একই দলের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে। খেলা হচ্ছে আবার শ্রীলঙ্কায়। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচটিতে ফেবারিট থাকছে শ্রীলঙ্কাই। নিজ দেশে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়বে বাংলাদেশ। যদিও গতবছর একই স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি২০ ম্যাচে জিতেছিল বাংলাদেশই। কিন্তু প্রথম ম্যাচে যেভাবে ব্যাটসম্যানরা ছন্নছাড়া ব্যাটিং করেছেন, তা বজায় থাকলে আবারও হারের স্বাদই নিতে হবে। সেক্ষেত্রে হারের গোলকধাঁধাতেই আটকে থাকবে বাংলাদেশ। যদিও পেসার তাসকিন আহমেদ ঘুরে দাঁড়ানোর কথাই বলেছেন। কলম্বোয় শুক্রবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আসলে ভাল স্কোর করতে পারলে আর বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখলে ভাল কিছু সম্ভব। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে গত দুই ম্যাচে (দেশে) হেরেছি বলে চাপ থাকবে। তবুও আশা করি ঘুরে দাঁড়াতে পারব।’ ভারতের বিপক্ষে ব্যাটসম্যানরা দুর্বল নৈপুণ্য দেখিয়েছেন। তাতে করে বাংলাদেশ ১৩৯ রানের বেশি করতে পারেনি। এমন নৈপুণ্য যদি আজও বজায় থাকে, তাহলে কিভাবে জেতা সম্ভব? সেই প্রশ্নই উঠছে। তাসকিনের কণ্ঠে ভারতের ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নেয়ার বিষয়টিই ফুটে উঠেছে, ‘কাল (ভারতের বিপক্ষে) ২৫-৩০ রান কম হয়েছে, এটা হলে অন্য রকম গল্প হতে পারত। যেটা চলে গেছে সেটি নিয়ে ভেবে লাভ নেই। যে ভুলটা হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে কীভাবে এগোতে পারব, সেটা নিয়েই ভাবছি। এখন আমরা কালকের ম্যাচটা (শ্রীলঙ্কার বিপক্ষে) নিয়ে ভাবছি। ভাল কিছু হবে আশা করি।’ তাসকিন ভাল কিছুর আশায় আছেন। সেই আশায় আছে সব ক্রিকেটপ্রেমী। কিন্তু সেই আশা তো পূরণই হচ্ছে না। হারের পর হার দেখতে হচ্ছে। যে বাংলাদেশ দল ২০১৫ সালে সাফল্যে উড়েছে, তারাই কিনা ব্যর্থ দলে পরিণত হচ্ছে। তাসকিন বলছেন একটু সময় প্রয়োজন, ‘সবকিছু সময়ের ওপর নির্ভর করছে। আমরা কয়েকটা সিরিজ খারাপ খেলেছি। ওয়ানডেতে খুব খারাপ করিনি। যদি পেছনে দেখেন টি২০তে এশিয়া কাপ (২০১৬) বা এমন কিছু টুর্নামেন্টে ভাল খেলেছি। সবশেষ কয়েকটা ম্যাচ খারাপ খেলায় চোখে পড়ছে বেশি। শেখার শেষ নেই। যত বেশি খেলব, তত শিখব। কঠোর পরিশ্রম করছি, এর ফল নিশ্চয়ই সামনে পাব।’ সেই ফল এখন পেলেই হলো। বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠেও একই সুর, ‘আমদের স্রেফ একটি ম্যাচ দরকার, যেটায় আমাদের ভাল করতে হবে। একটু মোমেন্টাম দরকার। এটার জন্য অপেক্ষা করছি। যদি আমরা সেই মোমেন্টাম পেয়ে যাই, তাহলেই অন্য বাংলাদেশকে দেখবেন।’ শ্রীলঙ্কা কী বাংলাদেশকে সেই মোমেন্টাম দেবে? নিজেদের মাটিতে খেলা। কতটা শক্ত হয়ে টুর্নামেন্ট খেলছে শ্রীলঙ্কা, তাতো ভারতকে হারিয়েই বুঝিয়ে দিয়েছে। আবার অধিনায়ক দিনেশ চান্দিমাল আগেই বলেছেন, ‘বাংলাদেশ সিরিজ থেকেই আমরা আত্মবিশ্বাস পেয়েছি। মোমেন্টাম পেয়েছি। তা এই টুর্নামেন্টে কাজে লাগাতে চাই।’ বোঝাই যাচ্ছে, আজ শ্রীলঙ্কার বিপক্ষেও কঠিন পরীক্ষায় পড়তে হবে বাংলাদেশকে।
×