ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে ৬ উইকেটে হার দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০৭:৩৩, ৯ মার্চ ২০১৮

ভারতের কাছে ৬ উইকেটে  হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা যাওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটাররা শুরুতে জিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছিলেন। কিন্তু নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে খর্বশক্তির দল নিয়ে আসা ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৬ উইকেটে পরাজিত হয় মাহমুদুল্লাহ রিয়াদের দল। প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানের মামুলী সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। জবাবে ৮ বল হাতে রেখেই (১৮.৪ ওভার) ৪ উইকেটে ১৪০ রান তুলে জয় পায় ভারত। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারলেও ঘুরে দাঁড়াল রোহিত শর্মার দল। টস হার দিয়ে নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নামে বাংলাদেশ দল। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ টি২০ ম্যাচের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে নামে তারা। ভারত এই ত্রিদেশীয় সিরিজে নিয়মিত ও অপরিহার্য কয়েকজন সদস্যকে ছাড়াই নেমে প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়। অধিনায়ক রোহিত শর্মা তবু অপরিবর্তিত একাদশ নিয়েই নেমে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান। দ্রুত সৌম্য সরকার (১৪) ও তামিম ইকবালের (১৫) উইকেট হারালেও পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪৭ রান তুলে মোটামুটি ভালই শুরু পেয়েছিল বাংলাদেশ দল। তৃতীয় উইকেটে সাবধানী লিটন কুমার দাস ও মুশফিকুর রহীম ৩১ রান যোগ করে ইনিংসটাকে ভালভাবেই মেরামত করছিলেন। এর মধ্যে চারটি সহজ ক্যাচ ফেলে দেয় ভারতীয় ফিল্ডাররা। এরপরও ভাল ইনিংস খেলতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। দারুণ খেলতে থাকা মুশফিক বিজয় শঙ্করের করা অফস্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তিনি ১৪ বলে ২ চার, ১ ছক্কায় ১৮ রান করেন। এরপর মাহমুদুল্লাহ ৮ বল খেলে মাত্র ১ রান করে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। ৫ ওভার পর লিটন ৩০ বলে ৩ চারে ৩৪ রান করে আউট হলে বড় সংগ্রহ পাওয়া কঠিন হয়ে যায় বাংলাদেশের। কারণ, মেহেদি হাসান মিরাজও বেশিক্ষণ থাকতে পারেননি। তবে শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও এদিন দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন সাব্বির রহমান। ৬ নম্বরে নেমে তিনি ২৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন ৩ চার, ১ ছক্কায়। ১৯তম ওভারে তিনি সাজঘরে ফিরলে লড়াইয়ের পুঁজিটাও পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ দল। জয়দেব উনাদকাট ৩৮ রানে নেন ৩ উইকেট। শঙ্কর পান ২ উইকেট। জবাব দিতে নেমে দ্রুতগতিতে শুরু করেছিলেন ভারতের শিখর ধাওয়ান ও রোহিত। তবে চতুর্থ ওভারে রোহিতকে (১৩ বলে ১৭) বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। দুই ওভার পর আরেক পেসার রুবেল হোসেনও বোল্ড করেন ঋষভ পান্তকে (৭)। বোলারদের ভাল শুরুটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পাওয়ার প্লে’র ৬ ওভারে ২ উইকেটে ৪৭ রান তোলা ভারতকে দ্রুত অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ধাওয়ান ও সুরেশ রায়নার ৬৮ রানের তৃতীয় উইকেট জুটি বড় ভূমিকা রাখে। রায়না ২৭ বলে ২৮ রান করে সাজঘরে ফেরার ২ ওভার পরেই সাজঘরে ফেরেন অর্ধশতক পাওয়া ধাওয়ান। তিনি ৪৩ বলে ৫ চার, ২ ছক্কায় ৫৫ রানের যে ইনিংস খেলেন তাতেই জয় সুনিশ্চিত হয়ে যায় তাদের। মনিষ পান্ডে ১৯ বলে ৩ চারে অপরাজিত ২৭ রান করে ৮ বল আগেই দলকে জয় পাইয়ে দেন। রুবেল ২টি আর মুস্তাফিজ ও তাসকিন ১টি করে উইকেট নেন। স্কোর ॥ বাংলাদেশ ইনিংস- ১৩৯/৮; ২০ ওভার (লিটন ৩৪, সাব্বির ৩০, মুশফিক ১৮, তামিম ১৫, সৌম্য ১৪; উনাদকাট ৩/৩৮, শঙ্কর ২/৩২)। ভারত ইনিংস- ১৪০/৪; ১৮.৪ ওভার (ধাওয়ান ৫৫, রায়না ২৮, মনিষ ২৭*; রুবেল ২/২৪, তাসকিন ১/২৮, মুস্তাফিজ ১/৩১)। ফল ॥ ভারত ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ শিখর ধাওয়ান (ভারত)।
×