ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাতালান সুপার কাপে চ্যাম্পিয়ন বার্সিলোনা

প্রকাশিত: ০৬:৫৩, ৯ মার্চ ২০১৮

কাতালান সুপার কাপে চ্যাম্পিয়ন বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ ভাগ্য নামক পরীক্ষায় জয়ী হয়ে কাতালান সুপার কাপের শিরোপা জিতে নিয়েছে বার্সিলোনা। বুধবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে আর্নেস্টো ভালভার্ডের দল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। দলের প্রায় সব তারকাকে রিজার্ভ বেঞ্চে রেখে একাদশ সাজান বার্সা কোচ ভালভার্ডে। মেসি-সুয়ারেজ-কুটিনহোরা দলে না থাকলেও ছিলেন উসমানে ডেম্বেলে। যদিও দলের হয়ে কোন গোল করতে পারেননি ফরাসী ফরোয়ার্ড। এছাড়াও মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন লা মাসিয়ার ফুটবলার কার্লস এলেনা। বার্সার হয়ে খেলতে নেমে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি পাকো আলকাসার ও ডেনিস সুয়ারেজ। প্রথমার্ধে দুটি সুযোগ মিস করেন তারা। ম্যাচে বল পজিশনে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি বার্সা। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পর দলে অনেক পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের মাঠে নামান বার্সা বস। এরপরও গোল পায়নি তারা। এরপর টাইব্রেকারে প্রথম চারটি শট থেকেই লক্ষ্যভেদ করে বার্সা। অন্যদিকে এস্পানিওলের প্রথম ও চতুর্থ শটটি লক্ষ্যভ্রষ্ট হলে শিরোপা নিশ্চিত হয়ে যায় বার্সিলোনার। দুই বছর পরপর হওয়া এই প্রতিযোগিতার প্রথমবার এস্পানিওলকে হারিয়েই শিরোপা জিতেছিল বার্সিলোনা। গতবার তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এস্পানিওল। আগে স্পেনের কাতালুনিয়া অঞ্চলের ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত হতো কোপা কাতালুনিয়া। তবে ২০১৪ সাল থেকে লা লিগায় খেলা কাতালুনিয়ার সেরা দুই ক্লাবকে নিয়ে কাতালান সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়। বাকি ক্লাবগুলো খেলবে আগের টুর্নামেন্টই।
×