ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ার্নার-কক খেলার অনুমতি পেলেন

প্রকাশিত: ০৬:৫৩, ৯ মার্চ ২০১৮

ওয়ার্নার-কক খেলার অনুমতি পেলেন

স্পোর্টস রিপোর্টার ॥ শঙ্কা ছিল শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে কিনা। কারণ ডারবান টেস্টের সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল দু’জনের মধ্যে। ম্যাচ রেফারিসহ উভয় দেশের বোর্ড বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছে। তবে ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি ককের মধ্যে হওয়া বচসায় জরিমানার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে সবকিছু। ম্যাচ ফি থেকে ওয়ার্নারের ৭৫ ভাগ ও ককের ২৫ ভাগ কেটে নেয়া হয়েছে। ওয়ার্নারকে ৩টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। তবে দু’জনকেই শুক্রবার পোর্ট এলিজাবেথ টেস্ট খেলার সুযোগ দেয়া হয়েছে। ডারবান টেস্টে গত রবিবার চা বিরতির সময়ই ঘটনার উৎপত্তি। সিসি টিভির ফুটেজে দেখা গেছে ওয়ার্নার মারামারির উদ্দেশে ধেয়ে যাচ্ছিলেন ককের দিকে। সতীর্থরা তাকে আটকে রাখেন। কক সে সময় কিছু বলছিলেন তাকে উদ্দেশ করে। জায়গাটি মাঠ থেকে সিঁড়ি বেয়ে ওঠার পর ড্রেসিংরুমে যাওয়ার পথে একটি সরু হাঁটা পথ। পরে ওয়ার্নার বলেন, ‘আমি দর্শকদের কটূক্তি কিংবা প্রতিপক্ষের যে কোন উক্তিতে এত বেশি প্রতিক্রিয়া দেখাই না। কিন্তু কক সীমা অতিক্রম করেছিলেন। আমি ফুটেজটি দেখেছি, সেটা যেভাবে প্রদর্শন করা হয়েছে তা আমি মানতে পারছি না। আমি আবেগী হয়েই প্রতিক্রিয়া জানিয়েছি। আমি সবসময় আমার পরিবারকে অনেক বেশি পছন্দ করি। সেটা নিয়ে কেউ উক্তি করলে আমিও সীমা অতিক্রম করে ফেলব। ব্যক্তিগত জীবন নিয়ে কেউ আক্রমণ করলে সেটা সহ্যের সীমা ঠিক রাখে না। তার মন্তব্য ছিল খুবই অশোভনীয় এবং আমার স্ত্রীকে নিয়ে।’ আরেকটি ফুটেজে দেখা যায় দু’জন পুনরায় মাঠে নামার সময় ওয়ার্নার অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছিলেন কককে। ওয়ার্নারের স্ত্রী মডেল কন্যা ক্যান্ডিসকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বলে দাবি এ অসি সহঅধিনায়কের। দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন অবশ্য ককের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেন, ‘আমার মনে হয় সবারই ক্রিকেটে মনোযোগী হওয়া উচিত। শান্ত হও সবাই এবং ক্রিকেটে ফিরে আস।’ অবশ্য শান্ত না থেকে উপায় নেই ওয়ার্নারের। এক বছরের মধ্যে আর মাত্র ১টি ডিমেরিট পয়েন্ট পেয়ে গেলেই তিনি ম্যাচ খেলার ওপর নিষেধাজ্ঞা পাবেন।
×