ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, দুই আর্জেন্টাইনের নৈপুণ্যে পিছিয়ে পড়েও অসাধ্য সাধন তুরিনের ওল্ড লেডিদের, চার মিনিটের ঝড়ে লন্ড ভন্ড টটেনহ্যাম, ঘরের মাঠে গার্ডিওলার সিটির বিস্ময়কর হার, টটেনহ্যাম হটস্পার ১-২ জুভেন্টাস (দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জয়ী জুভেন্টাস), ম্যানচে

শেষ আটে জুভেন্টাস, হেরেও সঙ্গী ম্যানসিটি

প্রকাশিত: ০৬:৫২, ৯ মার্চ ২০১৮

শেষ আটে জুভেন্টাস, হেরেও সঙ্গী ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ সব শঙ্কা আর অনিশ্চয়তা দূর করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে জুভেন্টাস। বুধবার রাতে আসরের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে জুভদের জয়ের নায়ক দুই আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়াইন ও পাওলো দিবালা। এর আগে তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে দু’দলের প্রথম লেগের লড়াই ২-২ গোলে অমীমাংসিত ছিল। ফলে দুই লেগ মিলিয়ে জুভেন্টাস জিতেছে ৪-৩ গোলে। অন্যদিকে প্রত্যাশিতভাবেই শেষ আটের টিকেট পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে হেরেও এ কৃতিত্ব দেখিয়েছে পেপ গার্ডিওলার দল। তাও আবার নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। সুইস ক্লাব এফসি বাসেলের কাছে সিটিজেনরা হেরেছে ২-১ গোলে। এর আগে বাসেলের মাঠে প্রথম লেগে ম্যানসিটি জিতেছিল ৪-০ গোলে। দুই লেগ মিলিয়ে তাই ৫-২ গোলে জিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই আসরের সেরা আটের টিকেট কেটেছে ম্যানসিটি। ঘরের মাঠে শুরু থেকেই বেশ উজ্জ্বল ছিল টটেনহ্যাম। বেশ কয়েকটি আক্রমণ করে ব্যর্থ হলেও প্রথমার্ধে ঠিকই এগিয়ে যায় তারা। ম্যাচের ৩৯ মিনিটে হিউং-মিন ডানদিকে ইংলিশ ডিফেন্ডার ট্রিপিয়ারের পাস থেকে ফাঁকায় বল পেয়ে অনায়াসে গোল করেন (১-০)। শুরু থেকে দারুণ খেলতে থাকা এই কোরীয় তারকা আগের মিনিটেও গোলের দারুণ একটি সুযোগ থেকে বঞ্চিত হন। প্রথম লেগে ইতালি সফরে গিয়ে স্বাগতিক দলের সঙ্গে ২-২ গোলে ড্র করে আসা টোটেনহ্যাম এই গোলের সুবাদে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে ম্যাচে নাটকীয় মোড় নেয়। চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে শেষ আটের টিকেট কাটে গত আসরের ফাইনালিস্টরা। ম্যাচের ৬৪ মিনিটে আচমকা এক আক্রমণে সমতায় ফেরে জুভেন্টাস। ডানদিক থেকে স্টেফান লিশ্টস্টাইনারের ক্রস থেকে বল পেয়ে দর্শনীয় হেডে সামনে বাড়ান সামি খেদিরা। শূন্যে থাকা বলটিতে পা বাড়িয়ে টোকা দিয়ে জালে জড়িয়ে দেন সুযোগ সন্ধানী আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়াইন (১-১)। অতিথিদের আকস্মিক আক্রমণে হতভম্ব হয়ে পড়া স্বাগতিক দল এর রেশ কাটিয়ে উঠার আগেই অবারও গোল হজম করে। অর্থাৎ ৬৭তম মিনিটে হিগুয়াইনের দারুণ এক পাস থেকে বল পেয়ে বেশ দ্রুত ডি বক্সে ঢুকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন দিবালা (১-২)। চ্যাম্পিয়ন্স লীগের চলতি আসরে এটিই তার প্রথম গোল। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই পরের পর্ব নিশ্চিত করে জুভরা। ম্যাচ শেষে নিজেদের মাঠে এমন ক্ষুব্ধ টটেনহ্যাম কোচ মরিসিও পচেট্টিনো বলেন, টটেনহ্যাম দুটি বড় ভুলের মাসুল দিয়েছে। তার মতে ম্যাচে টটেনহ্যামই জয়ের দাবিদার ছিল। কারণ দীর্ঘ সময় তারাই আধিপত্য বিস্তার করে রেখেছিল। আজেন্টাইন এই কোচ বলেন, চার মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা দুই গোল হজম করেছি। মাত্র দুটি ভুল। আর এতেই আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লাম। দুই লেগের খেলায় আমরা অনেক কিছু করে দেখিয়েছি। এজন্য আমি গর্ববোধ করছি। ম্যাচের অধিকাংশ সময় আমরা নিয়ন্ত্রণ করেছি এবং দারুণ খেলেছি। তারপরও এই হার আমাকে হতাশ করেছে। ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে অপরাজিত ছিল ম্যানসিটি। বাসেলের মুখোমুখি হয়ে তাদের সেই অপরাজিত যাত্রা মুখ থুবড়ে পড়েছে। এর আগে ইতিহাদে সিটি সর্বশেষ হারের মুখ দেখেছে ২০১৬ সালের ৩ ডিসেম্বর চেলসির বিপক্ষে। এর পাশাপাশি ঘরের মাঠে টানা ১৩ ম্যাচের জয়যাত্রাও থেমেছে পেপ গার্ডিওলার দলের। অস্টম মিনিটে গ্যাব্রিয়েল জেসুস সিটিকে এগিয়ে নিলেও ১৭ মিনিটে মোহাম্মদ এলইউনুসের গোলে সমতা ফেরায় বাসেল। ৭১ মিনিটে মাইকেল ল্যাংয়ের গোলে জয় নিশ্চিত হয় সুইস ক্লাবটির। এই ম্যাচে সিটির প্রথম একাদশে নেমে ইতিহাস গড়েন ‘স্টকপোর্ট ইনিয়েস্তা’ খ্যাত ফিল ফডেন। সর্বকনিষ্ঠ ইংলিশ হিসেবে চ্যাম্পিয়ন্স লীগ নকআউট পর্বে খেলার ইতিহাস গড়েছেন ১৭ বছর ২৮৩ দিন বয়সী এ মিডফিল্ডার। সর্বশেষ ফিফা অনুর্ধ-১৭ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিল ফডেন।
×