ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টেইলরকে নিয়ে শঙ্কা কিউইদের

প্রকাশিত: ০৬:৫১, ৯ মার্চ ২০১৮

 টেইলরকে নিয়ে শঙ্কা কিউইদের

স্পোর্টস রিপোর্টার ॥ তাকে বলা হচ্ছে ‘রস দ্য বস’। আগের ম্যাচটিতে অসামান্য এক কীর্তি গড়েছেন বলেই এমন নাম পেয়েছেন অভিজ্ঞ নিউজিল্যান্ড মিডঅর্ডার ব্যাটসম্যান রস টেইলর। ক্যারিয়ার সেরা অপরাজিত ১৮১ রান করে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন তিনি। ডানেডিনের সেই ম্যাচে পায়ের ইনজুরিতে ম্যাচ শেষ হওয়ার পরে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তবে ম্যাচ জিতে ৫ ওয়ানডের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২-২ সমতায় ফিরেছে স্বাগতিক কিউইরা। শুক্রবার ভোরে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ সে ম্যাচে টেইলরের খেলা নিয়েই শঙ্কার কালো মেঘ জমেছে নিউজিল্যান্ড শিবিরে। পুরোপুরি ফিট হতে না পারলে সিরিজ নির্ধারণী সেই ম্যাচে নাও খেলতে পারেন তিনি। বাংলাদেশ সময় অনুসারে শনিবার ভোর ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে। ৩৩৬ রানের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ড ৫ উইকেটের জয় পায় ডানেডিনে। সিরিজ বাঁচানোর লড়াই ছিল সেটি। ২ রানে ২ উইকেট হারানো কিউইরা শেষ পর্যন্ত চার নম্বরে নামা টেইলরের অপরাজিত ১৮১ রানের সুবাদে এই অবিশ্বাস্য জয় তুলে নেয়। কিন্তু পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় টেইলরকে। সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে হয়তো টেইলরকে ছাড়াই মাঠে নামতে হতে পারে নিউজিল্যান্ডকে। তাকে অবশ্য ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলছে আহত পায়ের পরিচর্যা। কিন্তু এই সময়ের মধ্যে তার শতভাগ ফিট হয়ে ওঠার সম্ভাবনা একেবারেই নেই। দীর্ঘমেয়াদী কোন প্রভাব যাতে না পড়ে সে জন্য নিউজিল্যান্ড ক্রিকেটও (এনজেডসি) তাকে নিয়ে কোন ঝুঁকি নেবে না। তাই ম্যাচের গুরুত্ব অনেক বেশি থাকলেও টেইলর সেক্ষেত্রে খেলবেন না। কারণ এরপর দুই টেস্টের সিরিজ আছে ইংল্যান্ডের বিপক্ষে। ইনজুরির কারণে ওয়েলিংটনে হওয়া সিরিজের তৃতীয় ওয়ানডেও খেলেননি টেইলর। মাত্র এক ম্যাচ পরই আবার ইনজুরিতে পড়ায় তাকে নিয়ে এখন বেশিই সতর্ক থাকবে নিউজিল্যান্ড দল। ডানেডিনে যখন ৪১ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন তখনই পায়ের ব্যথায় কাতরাতে থাকেন টেইলর। তিনি ব্যাটিং চালিয়ে যাবেন কিনা সেটা তখনই আলোচনা ছিল কিউই ড্রেসিং রুমে। শেষ পর্যন্ত অবশ্য পুরো সময়ই ব্যাট করেন এবং ক্যারিয়ার সেরা ইনিংস খেলে দলকে বিজয়ী করে মাঠ ছাড়েন। টেইলরের খেলা নিয়ে সংশয় থাকলেও তিনি নিজে ম্যাচে নামার জন্য খুবই বেপরোয়া। তিনি বলেন, ‘আমি এমনটাই প্রত্যাশা করছি। নিশ্চিতভাবেই আমি শতভাগ ফিট হয়ে উঠব না, কিন্তু দেখা যাক আগামী দু’দিনে এটা কোন অবস্থায় পৌঁছে। আমি সর্বোচ্চ সম্ভাবনাময় পর্যায়ে যেতে চাই।’ সিরিজের প্রথম ম্যাচে ইংলিশরা হারলেও টানা দুই ওয়ানডে জিতে সিরিজ জয়ের ভাল সম্ভাবনা তৈরি করেছিল তারা। কিন্তু ডানেডিনের অবিশ্বাস্য হারটি এখন শেষ ম্যাচে নিয়ে গেছে সিরিজের ফয়সালাকে। ব্যাটসম্যানদের দারুণ নৈপুণ্যের পর বোলারদের ব্যর্থতাই আগেভাগে সিরিজ জয় থেকে বঞ্চিত হয়েছে তারা। এবার শেষ ম্যাচে ব্যাটে-বলে জ্বলে ওঠার জন্য মুখিয়ে থাকবে ইংল্যান্ড।
×