ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সেরেনা

প্রকাশিত: ০৬:৫০, ৯ মার্চ ২০১৮

 চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ গত দুই দশক ধরেই টেনিস বিশ্বের আলোচিত নাম সেরেনা উইলিয়ামস। দুর্দান্ত সব পারফর্মেন্স উপহার দিয়েই নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। তবে সন্তান জন্মের কারণে দীর্ঘদিন ধরেই টেনিস কোর্টের বাইরে ছিটকে পড়েন তিনি। গত বছরের সেপ্টেম্বরে প্রথম কন্যা সন্তান জন্ম দেয়া আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি আবারও প্রতিযোগিতামূলক টেনিস টুর্নামেন্টে ফিরছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে শুরু হওয়া ইন্ডিয়ান ওয়েলস দিয়ে নতুন করে মিশন শুরু করবেন ২৩ গ্র্যান্ডস্লামের মালিক। বেশ কিছুদিন কোর্টের বাইরে থাকার পর ফেরাটা যে সহজ হবে না সেটা খুব ভাল করেই সেরেনার জানা। তবে সেরেনা উইলিয়ামস সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। এ বিষয়ে এক সাক্ষাতকারে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস বলেন, ‘দীর্ঘদিন পর আবারও কোর্টে ফিরতে যাচ্ছি। প্রিয় কোর্টে আবার ফিরব, তাতে খুব উচ্ছ্বসিত। আবারও লড়াই করব নিজের সেরা সাফল্যের জন্য। তবে দীর্ঘদিন পর যে কোন কিছু করাটা সবসময়ই চ্যালেঞ্জের। টেনিসও এর বাইরে নয়। তাই কোর্টে সামনের সময়গুলো আমার জন্য কঠিন হতে পারে। তবে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। এজন্য আমাকে আরও পরিশ্রম করতে হবে। পুরনো রূপে ফিরতে হলে আমাকে আরও বেশি উন্নতি করতে হবে।’ কন্যা সন্তান জন্মের ছয় মাস পেরিয়েছে সেরেনার। তাই দীর্ঘদিন যাবতই প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে রয়েছেন তিনি। মাঝে প্রদশর্নী ম্যাচ খেলেছেন সেরেনা। অংশ নিয়েছেন দ্বৈতেও।
×