ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রীর অভিযোগে শামির কেন্দ্রীয় চুক্তি স্থগিত

প্রকাশিত: ০৬:৫০, ৯ মার্চ ২০১৮

স্ত্রীর অভিযোগে শামির কেন্দ্রীয় চুক্তি স্থগিত

স্পোর্টস রিপোর্টার ॥ অভিযোগটা বেশ মারাত্মক। স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন এমন অভিযোগে তার বিপক্ষে চলছে তদন্ত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এ কারণে তার সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নবায়ন করেনি। বুধবার ঘোষিত নতুন চুক্তি থেকে পেসার মোহাম্মদ শামিকে বাদ রেখেছে ভারতীয় বোর্ড। তবে জানানো হয়েছে আপাতত এটি স্থগিত রাখা হয়েছে। শামি অবশ্য বরাবরই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে তাকে অবমাননা করার বড় ধরনের ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন। মঙ্গলবার শামির স্ত্রী হাসিন জাহান নিজেই তার বিরুদ্ধে গণমাধ্যমের কাছে নির্যাতনসহ বেশ কিছু অভিযোগ করেন। গত জানুয়ারি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে ছিলেন পেসার শামি। ক্রিকেটের নতুন মৌসুমের বেশ আগেই বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি নবায়ন করল। এই চুক্তি অনুসারে অধিনায়ক বিরাট কোহলি ও বেশ কয়েকজন শীর্ষ টেস্ট ক্রিকেটার ১ মিলিয়ন ডলারের ওপরে বেতন পাবেন। কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ নতুন করে গড়া ‘এ’ প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তারাই সর্বাধিক বেতন পাবেন। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, চেতেশ্বর পুজারা ও রবিচন্দ্রন অশ্বিন পরবর্তী ক্যাটাগরিতে আছেন এবং তারা বার্ষিক ৭ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার করে বেতন পাবেন। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি পর্যালোচনা ও তত্ত্বাবধান কমিটি জানিয়েছে শামির বিরুদ্ধে থাকা অভিযোগ তাদের কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। আর পুরো বিষয়টি খোলাসা না হওয়া পর্যন্ত এই চুক্তিটি ঝুলিয়ে রাখা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান বিনোদ রাই বলেছেন, ‘অনেকেই বলতে পারেন এটা ব্যক্তিগত বিষয় এবং চুক্তিটা পেশাদারিত্বের ব্যাপার। কিন্তু কেউ একজন এটাকে সহজেই একটা বড় বিষয় হিসেবে দেখে বলতে পারে অপ্রীতিকর বিষয়টি থাকার পরও পুরস্কৃত করা হলো।’ শামির স্ত্রী হাসিন জাহান সাবেক একজন মডেল কন্যা। ২০১৪ সালে তিনি শামির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন যে শামি এক নারীর কাছে অনেকগুলো অরুচিকর মুঠোবার্তা পাঠিয়েছেন। এছাড়া ২৭ বছর বয়সী এ ক্রিকেটারের বিপক্ষে নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। ভারতের গণমাধ্যম দাবি করে যে জাহান কলকাতা পুলিশের কাছে গেছেন, তবে আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ দায়ের করেননি। শামি তার স্ত্রীর এমন অভিযোগে হতাশা প্রকাশ করে জানিয়েছেন তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ঘেঁটে দেখা হোক। বুধবার শামি টুইটারে লিখেছেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যা কিছু বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এটা নিশ্চিতভাবেই আমার বিরুদ্ধে বড় রকমের ষড়যন্ত্রের একটা অংশ। এটা আমাকে মানহানি করার একটা প্রক্রিয়া ছাড়া কিছুই নয়।
×