ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সখি নারী ফুটবল

প্রকাশিত: ০৬:৪৮, ৯ মার্চ ২০১৮

সখি নারী ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিস ট্রাস্টের (ব্লাস্ট) একটি বিশেষ প্রকল্পের নাম সখি প্রকল্প। ঢাকা শহরের ১৫টি বস্তি এলাকায় নারীদের নিয়ে কাজ করছে তারা (তাদের সঙ্গে আছে মেরি স্টোপস বাংলাদেশ, আমরাই পারি জোট, বিডব্লিউএইচসি)। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এবং কর্ম এলাকার কিশোরী এবং নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধিকল্পে ‘সখি নারী ফুটবল টুর্নামেন্টে’র তৃতীয় আসর শেষ হয়েছে বৃহস্পতিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে অরুণোদয় মহাখালী ২-০ গোলে দুর্বার মোহাম্মদপুরকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের লাবণী ৮ এবং সুমী ৪৩ মিনিটে ১টি করে গোল করে। ফাইনাল শেষে উভয় দলকে পুরস্কৃত করেন প্রধান অতিথি ফিফা সদস্য, বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
×