ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরে দাঁড়ালেন হানিয়ু

প্রকাশিত: ০৬:৪৮, ৯ মার্চ ২০১৮

সরে দাঁড়ালেন হানিয়ু

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বচ্যাম্পিয়নশিপে খেলছেন না শীতকালীন অলিম্পিকের স্বর্ণপদক জয়ী ইয়ুজুরু হানিয়ু। বুধবার জাপানের স্কেটিং ফেডারেশন নিশ্চিত করেছে বিষয়টি। মূলত তার ডান পায়ের গোড়ালির লিগামেন্টের ইনজুরির কারণেই এই ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন তরুণ প্রতিভাবান স্কেটার। এ প্রসঙ্গে দেশটির ফেডারেশন এক বিবৃতিতে জানায়, লিগামেন্টের চোট এবং অন্যান্য ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য হানিয়ুর দুই সপ্তাহ বিশ্রাম এবং তিন মাসের পুনর্বাসন প্রয়োজন। একই বিবৃতিতে ইয়ুজুরু হানিয়ু তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার ফলে জানা যায় যে, বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করাটা আমার মোটেও ঠিক হবে না। তবে এই সময়ে আমি আমার চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়ায় পুরোপুরি মনোযোগ দেব। যাতে করে খুব দ্রুতই সুস্থ হয়ে আমি আবারও প্রতিযোগিতায় ফিরতে পারি। তবে এই সময়টাতে আমি যা করতে পারি তাই ধীরে ধীরে করার চেষ্টা করব।’ সদ্য সমাপ্ত দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ের অলিম্পিকেই বাজিমাত করেছেন জাপানের এই তরুণ প্রতিভাবান স্কেটার। শীতকালীন অলিম্পিকে ফিগার স্কেটিংয়ে ব্যাক টু ব্যাক স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েন তিনি। ৬৬ বছরের মধ্যে প্রথম পুরুষ এ্যাথলেট হিসেবে অবিস্মরণীয় এই কীর্তি গড়েন তিনি। অথচ সম্প্রতি জানা যায়, পুরোপুরি ফিট ছিলেন না হানিয়ু। ইভেন্টে অংশগ্রহণ করার জন্য শারীরিক যে সক্ষমতা প্রয়োজন তারচেয়েও অনেক কম সামর্থ্য ছিল জাপানী এ্যাথলেটের। ‘বরফ রাজকুমার’ খ্যাত ইয়ুজুরু হানিয়ু দাবি করেন, ৭৫ ভাগ ফিটনেস নিয়ে এবারের শীতকালীন অলিম্পিকে অংশ নিয়েছিলেন তিনি। আড়াই মাস আগে গোড়ালির ইনজুরির কারণে এবার দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকের দলীয় ইভেন্টে অংশ নেননি। গোড়ালির ওপর বাড়তি চাপ পড়ার শঙ্কায় শুধু ব্যক্তিগত ইভেন্টে অংশ নেন তিনি। গত বছরের নবেম্বরে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন গোড়ালিতে। যে কারণে পিয়ংচ্যাংয়ে তার অংশগ্রহণ নিয়েই সংশয় দেখা দিয়েছিল। যদিও জাপানের প্রতিভাবান এই স্কেটারকে এবারের আসরে খেলার সুযোগ তৈরি করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করে দেশটির অলিম্পিক কমিটির প্রধান। শীতকালীন অলিম্পিকে এবার চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়েছে জাপানের খেলোয়াড়রা। রেকর্ড সংখ্যক পদক জয়ের স্বাদ পেয়েছেন তারা। পিয়ংচ্যাং থেকে ১৩টি পদক নিয়ে বাড়ি ফিরেছেন জাপানের এ্যাথলেটরা। এবারের অলিম্পিকে তাদের লক্ষ্যমাত্রা ছিল নয়টি পদক। কিন্তু খেলোয়াড়রা ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক জিতে প্রত্যাশার সীমানাকেও ছাড়িয়ে যান। প্রায় সাতদশকের মধ্যে প্রথম স্কেটার হিসেবে পরপর দুইবার অলিম্পিকের সোনা জিতে সেরা তকমাটা প্রদর্শন করেন হানিয়ুই। ক্রীড়া কর্মকর্তারা জাপানী স্কেটার দলের ভূয়সী প্রশংসা করেন। কর্মকর্তারা বলছেন, অলিম্পিকে সাফল্য খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে। আর্থিক সহায়তা ও উন্নত প্রশিক্ষণের জন্য প্রায়ই তাদের সংগ্রাম করতে হয়।
×