ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথমপর্ব থেকেই শারাপোভার বিদায়

প্রকাশিত: ০৬:৪৮, ৯ মার্চ ২০১৮

 প্রথমপর্ব থেকেই শারাপোভার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও হতাশ করলেন মারিয়া শারাপোভা। এবার ইন্ডিয়ান ওয়েলসের প্রথমপর্ব থেকেই বিদায় নিলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। বুধবার টুর্নামেন্টের প্রথমপর্বের ম্যাচে তাকে খুব সহজেই পরাজিত করেন জাপানের নাওমি ওসাকা। ২০ বছর বয়সী এই টেনিস তারকা এদিন ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে। শারাপোভাকে পরাজিত করে দারুণ রোমাঞ্চিত নাওমি ওসাকা। এ বিষয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘শারাপোভার মতো খেলোয়াড়কে পরাজিত করে আমি সত্যিই রোমাঞ্চিত। এ বছরে শারাপোভার চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছি আমি। তাই আমার মনে হয় তার বিপক্ষে ম্যাচে এটাই অতিরিক্ত সুবিধা যা আমার পক্ষে গেছে।’ বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪১ নাম্বারে অবস্থান করছেন মারিয়া শারাপোভা। অন্যদিকে ওসাকার ৪৪। অর্থাৎ র‌্যাঙ্কিংয়ের বিচারে খুব কাছাকাছি অবস্থান ওসাকা-শারাপোভার। তবে এই শারাপোভাই নাওমি ওসাকার শৈশবের আদর্শ। খুব অল্প বয়স থেকেই রাশিয়ান তারকাকে ফলো করতে শুরু করেন তিনি। এ বিষয়ে ম্যাচের শেষে নাওমি ওসাকা তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘শারাপোভাকে খুব ভাল করেই জানি আমি। কেননা খুব অল্প বয়স থেকেই তার খেলা দেখে এসেছি আমি। যে কারণেই সে যে আজ প্রতিটি পয়েন্টের জন্যই লড়াই করবে তা জানা ছিল আগে থেকেই। তার মতো একজন খেলোয়াড়ের বিপক্ষে খেলে আমি সত্যিই নিজেকে সম্মানিত মনে করছি। ম্যাচটা দারুণ উপভোগ করেছি আমি। চেষ্টা করেছি পুরোটা ম্যাচেই নিজের সেরাটা ঢেলে দিয়ে খেলার।’ শারাপোভাকে বিদায় করলেও আরও কঠিন চ্যালেঞ্জের সামনে এখন নাওমি ওসাকা। ইন্ডিয়ান ওয়েলসের পরের রাউন্ডের ম্যাচে তার প্রতিপক্ষ পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। পোলিশ টেনিস তারকা রাদওয়ানস্কা এখন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩১ নাম্বারে অবস্থান করছেন। ইন্ডিয়ান ওয়েলসে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে মারিয়া শারাপোভার। কিন্তু তারপরও এবার টুর্নামেন্টের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাশান তারকা। কেননা এর আগের দুইবার যে, অংশগ্রহণ করতে পারেননি তিনি। এবার শারাপোভাও চেয়েছিলেন ইন্ডিয়ান ওয়েলসে নিজের সেরাটা দিয়ে খেলতে। কিন্তু পারলেন না পাঁচ গ্র্যান্ডস্লামের মালিক। তাই রাশান তারকার দুঃখটাও বেড়ে গেছে আরও। ওসাকার কাছে হারের পর তিনি বলেন, ‘এখানে চেয়েছিলাম ভাল খেলতে। এই টুর্নামেন্টে আগে চ্যাম্পিয়ন হয়েছি বলেই নয় বরং টুর্নামেন্টের প্রতি অতিরিক্ত ভালবাসা রয়েছে বলেই ভাল খেলার প্রত্যয় নিয়ে খেলতে নেমেছিলাম। কিন্তু এবার সেটা আর হয়নি।’ ২০১৬ সালের শুরুতেই বিশ্ব টেনিসে কলঙ্কজনক এক অধ্যায়ের রচনা করেছিলেন মারিয়া শারাপোভা। ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন তিনি। যে কারণেই ১৫ মাসের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরের এপ্রিলেই কোর্টে ফেরেন মাশা। কিন্তু রাশান তারকার সেই পুরনো ধার আর দেখার সুযোগ মেলেনি ভক্ত-অনুরাগীদের। ২০১৮ সালটাও খুব বাজেভাবে শুরু হয়েছে তার। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় পর্বে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেই থেমে যায় তার জয়রথ। জার্মানির এ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয় তাকে। এরপর গত মাসে দোহার প্রথম রাউন্ড থেকেও বিদায় নেন তিনি। দিকে ইন্ডিয়ান ওয়েলসে খেলার আগে নিজের সেরাটা ঢেলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। এ প্রসঙ্গে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বারে থাকা হ্যালেপ বলেন, ‘আমার সেরা সময়ের খুব কাছাকাছি। কোর্টে এখন দারুণ উপভোগ করি। এই সময়ের মধ্যেই শিখেছি যে কিভাবে নিজের থেকে সেরাটা বের করে আনা যায়। এই উপলব্ধিটাই আমাকে শক্তি দিচ্ছে।’
×