ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী শুরু হচ্ছে ক্লিয়ার ম্যান অনুর্ধ-১৭ ফুটবল

প্রকাশিত: ০৬:৪৭, ৯ মার্চ ২০১৮

  দেশব্যাপী শুরু হচ্ছে ক্লিয়ার ম্যান  অনুর্ধ-১৭ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘দলে-বলে আমরা রেডি, রেডি থেকো তোমরাও’-এই স্লোগানে শুরু হতে যাচ্ছে ক্লিয়ার ম্যান বাংলাদেশ অনুর্ধ-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল। আগামী ২৫ মার্চ থেকে ৮টি বিভাগীয় শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নকআউট পর্বের এই আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৫০ স্কুলের শিক্ষার্থী। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ম্যান’স শ্যাম্পু ব্রান্ড ক্লিয়ার ম্যান আয়োজিত এ টুর্নামেন্টের পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সারাদেশের স্কুল ফুটবল টিমগুলোর অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই বিশাল আসর। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পারসোনাল কেয়ার ডিরেক্টর নাফিস আনোয়ার। টুর্নামেন্টে খেলতে অনুর্ধ-১৭ বছর বয়সী ছেলেরা তাদের স্কুল টিমের সঙ্গে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য ০৯-৬৬৬-৯৯৯-৬৬৬ নম্বরে যোগাযোগ করতে হবে। দেশের সেরা সব স্কুলগুলোর মধ্যে হবে লড়াই। ম্যাচ জয়ের ভিত্তিতে সেরা ১৬ স্কুল খেলবে ঢাকার ফাইনাল রাউন্ডে। আয়োজক ও বাফুফের আশা, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রতিভাবান ও দেশসেরা ফুটবলরারা উঠে আসবে। আয়োজকরা জানান, প্রতিভাবান ফুটবলার, সুপ্ত অবস্থায় থাকাদের বের করে আনার জন্যই এ উদ্যোগ। টুর্নামেন্টের সেরা ২৬ জন ফুটবলার বাফুফে আয়োজিত বুটক্যাম্পে অংশ নেয়ার সুযোগ পাবে। বিভাগীয় শহরগুলোতে টুর্নামেন্ট শুরুর তারিখ ২৫ থেকে ৩১ মার্চ রংপুর ও রাজশাহী। ২ থেকে ৮ এপ্রিল খুলনা ও বরিশাল, ১০ থেকে ১৬ এপ্রিল সিলেট ও চট্টগ্রাম এবং ১৮ থেকে ২৪ এপ্রিল ময়মনসিংহ ও ঢাকা। অনুষ্ঠনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, এখানে আসতে পেরে আমি খুব খুশি। তাদের আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। কারণ এটা তাদের আমাদের ভাবনাটা একই। আমার অফিস এই টুর্নামেন্টের জন্য তাদের সবরকম সহায়তা দেবে। ক্লিয়ার ম্যান এবং ইউনিলিভার আমাদের সঙ্গে ফুটবলের উন্নয়নে আছে এজন্য আমি কৃতজ্ঞ। আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। আমার বিশ্বাস আমাদের সমন্বয়ে একটা ভাল কিছু হবে। ইউনিলিভারের পারসোনাল কেয়ার ডিরেক্টর নাফিস আনোয়ার বলেন, দেশব্যাপী ৮টি বিভাগে হবে এই ফুটবলের লড়াই। যেখানে অংশ নেবে দেশের সেরা স্কুলগুলো। ম্যাচ জয়ের ভিত্তিতে সেরা ১৬ স্কুল খেলবে ঢাকার ফাইনাল রাউন্ডে। এই টুর্নামেন্ট থেকে বাছাই করা সেরা নির্বাচিত ২৬ ফুটবলার পাবে বাফুফে আয়োজিত বুটক্যাম্পে অংশ নেয়ার সুযোগ। দেশের ফুটবল এগিয়ে নিতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাকরি। আমরা আশাকরি এর মধ্য দিয়ে দেশের ফুটবলের জোয়ার হবে। অনুষ্ঠানের শেষে টুর্নামেন্টের জন্য ব্যবহৃত সাদা ও কালো জার্সি পরে র‌্যাম্প শো করে স্কুল শিক্ষার্থীরা।
×