ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেট লীগ, খেলাঘরকে হারিয়েছে রূপগঞ্জ, জুনায়েদের সেঞ্চুরিতে কলাবাগানকে উড়িয়ে দিল ব্রাদার্স

জামালকে হারিয়ে ফের দ্বিতীয় স্থানে শাইনপুকুর

প্রকাশিত: ০৬:৪৭, ৯ মার্চ ২০১৮

 জামালকে হারিয়ে ফের দ্বিতীয় স্থানে শাইনপুকুর

স্পোর্টস রিপোর্টার ॥ সাদমান ইসলামের সেঞ্চুরিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে আবার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার বিকেএসপিতে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৬ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। একইদিন ফতুল্লায় কলাবাগান ক্রীড়াচক্রকে ১৩১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স। জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে বিশাল জয় পায় ব্রাদার্স শাইনপুকুর-শেখ জামাল ম্যাচ ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) অসাধারণ খেলছে শাইনপুকুর। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লীগে উঠেই একের পর এক ম্যাচে জিতে চলেছে। অষ্টম রাউন্ডের খেলাতে শেখ জামালকেও হারিয়ে দিয়েছে দলটি। তাতে করে ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাটিং করে জিয়াউর রহমানের ৭৯, হাসানুজ্জামানের ৬১ রানে ৪৯.৫ ওভারে ২৬২ রান করে অলআউট হয় শেখ জামাল। আবদুল গাফফার দুর্দান্ত বোলিং করেন। ৭ ওভার বল করে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে ২ উইকেট নেন। শেখ জামাল স্কোরবোর্ডে ভালই রান জমা করে। কিন্তু সাদমান এমনই ব্যাটিং নৈপুণ্য দেখান, তাতে হার হয় শেখ জামালের। ওপেনার সাদমান ১৪৭ বলে ৯ চার ও ২ ছক্কায় অপরাজিত ১৪৪ রান করেন। তার এই ব্যাটিংয়েই শাইনপুকুর জিতে যায়। ৪৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬৩ রান করে জিতে শাইনপুকুর। ১৪২ রানে ২ উইকেট পড়ার পর আর কোন উইকেটই হারায়নি শাইনপুকুর। তৃতীয় উইকেটে সাদমান ও তৌহিদ হৃদয় (৫০*) ১২১ রানের জুটি গড়ে দলকে সহজেই জেতান। সেই সঙ্গে এখন পর্যন্ত দ্বিতীয় সেরা দল হয়ে থাকে। রূপগঞ্জ-খেলাঘর ম্যাচ ॥ খেলাঘরকে হারিয়ে রূপগঞ্জ পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান মজবুত করেছে। দলটি ৮ ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে। ১০ পয়েন্ট পেয়েছে। কিন্তু রানরেটে তৃতীয় স্থানে আছে। বৃহস্পতিবার বিকেএসপিতে আগে ব্যাট করে রবিউল ইসলাম রবির (১১৬) সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৫৯ রান করে খেলাঘর। জবাব দিতে নেমে মোহাম্মদ নাঈমের ৮২, নাঈম ইসলামের ৭০ রানে ৪ উইকেট হারিয়ে ৪৬.৩ ওভারে ২৬২ রান করে জিতে রূপগঞ্জ। ব্রাদার্স-কলাবাগান ম্যাচ ॥ ব্রাদার্সের সামনে কলাবাগান পাত্তাই পায়নি। পয়েন্ট তালিকাতেও এর প্রভাব পড়েছে। পয়েন্ট তালিকার তলানিতে চলে গেছে কলাবাগান। আর ব্রাদার্স সাত নম্বরে উঠে এসেছে। দুই দলের ম্যাচটিতে আগে ব্যাটিং করে জুনায়েদ সিদ্দিকীর ১২৩ রানের সঙ্গে মাইশুকুর রহমানের ৯৬ রান যোগে ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩১৭ রান করে ব্রাদার্স। জবাব দিতে নেমে ৩ উইকেট নেয়া সোহরাওয়ার্দী শুভর বোলিং নৈপুণ্যের সামনে পড়ে ৪৫ ওভারে ১৮৬ রান করতেই গুটিয়ে যায় কলাবাগান। মুক্তার আলী সর্বোচ্চ অপরাজিত ৬২ রান করতে সক্ষম হন। স্কোর ॥ শাইনপুকুর-শেখ জামাল ম্যাচ, শেখ জামাল ইনিংস ॥ ২৬২/১০; ৪৯.৫ ওভার (জিয়াউর ৭৯, হাসানুজ্জামান ৬১; গাফফার ২/১৪, শুভাগত ২/৪৮)। শাইনপুকুর ইনিংস ॥ ২৬৩/২; ৪৮.৩ ওভার (সাদমান ১৪৪*, হৃদয় ৫০*, অনি ৩৮)। ফল ॥ শাইনপুকুর ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ সাদমান ইসলাম (শাইনপুকুর)। রূপগঞ্জ-খেলাঘর ম্যাচ, খেলাঘর ইনিংস ॥ ২৫৯/৪; ৫০ ওভার (রবি ১১৬, অংকন ৮০)। রূপগঞ্জ ইনিংস ॥ ২৬২/৪; ৪৬.৩ ওভার (মোহাম্মদ নাঈম ৮২, নাঈম ইসলাম ৭০, মজিদ ৪১)। ফল ॥ রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মোহাম্মদ নাঈম (রূপগঞ্জ)। ব্রাদার্স-কলাবাগান ম্যাচ, ব্রাদার্স ইনিংস ॥ ৩১৭/৪; ৫০ ওভার (জুনায়েদ ১২৩, মাইশুকুর ৯৬, ইয়াসির ৩০*)। কলাবাগান ইনিংস ॥ ১৮৬/১০; ৪৫ ওভার (মুক্তার ৬২*, তাসামুল ৪৪; সোহরাওয়ার্দী ৩/৩৯)। ফল ॥ ব্রাদার্স ১৩১ রানে জয়ী। ম্যাচসেরা ॥ জুনায়েদ সিদ্দিকী (ব্রাদার্স)।
×