ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুচিকে দেয়া পুরস্কার প্রত্যাহার করেছে হলোকস্ট মেমোরিয়াল

প্রকাশিত: ০৬:২০, ৯ মার্চ ২০১৮

সুচিকে দেয়া পুরস্কার প্রত্যাহার করেছে হলোকস্ট মেমোরিয়াল

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও কথিত গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সুচিকে রোহিঙ্গা নিধনযজ্ঞে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়াম। দেশের সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এই স্মৃতি জাদুঘর থেকে ‘এলি উইজেল এ্যাওয়ার্ড’ পেয়েছিলেন সুচি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হলোকাস্ট আক্রমণ থেকে বেঁচে যাওয়া এলি উইজেলের নামানুসারে ওই সম্মাননা দেয়া হয়। এক চিঠির মাধ্যমে ২০১২ সালে সুচিকে দেয়া সম্মাননাটি প্রত্যাহার করে নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, রোহিঙ্গা নিধনযজ্ঞে নীরবতার কারণে সুচি এই সম্মাননা ধরে রাখার যোগ্যতা হারিয়েছেন। জাদুঘর কর্তৃপক্ষকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক সংবাদমাধ্যম দ্য হিল সুচির সম্মাননা বাতিলের খবর জানিয়েছে। বিবিসি। গত আগস্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রাখাইনে পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। জাতিসংঘ ওই অভিযানকে জাতিগত নিধনযজ্ঞ বলে আখ্যা দিয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গা নিপীড়নের যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছে। সেনা অভিযানের বিষয়ে নীরব থাকায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েন দেশটির ডি ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেত্রী আউং সান সুচি। ওই নীরবতার অভিযোগে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন তাকে দেয়া সম্মাননা বাতিল করেছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। হলোকাস্ট মেমোরিয়াল জাদুঘরের পক্ষে সুচিকে ওই চিঠি লিখেছেন এর পরিচালক সারা জে ব্লুমফিল্ড। ওই চিঠিতে বলা হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়ে এবং সাংবাদিকদের রাখাইন প্রবেশে বাধা দিয়ে রোহিঙ্গাদের ওই জাতিগত নিধনযজ্ঞ চলমান থাকার পক্ষে ভূমিকা রেখেছেন সুচি।
×