ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমাকে বিচারের এখতিয়ার আইসিসির নেই ॥ দুতের্তে

প্রকাশিত: ০৬:২০, ৯ মার্চ ২০১৮

আমাকে বিচারের  এখতিয়ার আইসিসির নেই ॥ দুতের্তে

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সুযোগ নেই তার বিচার করার, কারণ দশ লাখ বছরেও তার বিরুদ্ধে অভিযোগ আনার এখতিয়ার পাবে না আইসিসি। চ্যানেল নিউজ। উত্তেজক মেজাজের এ নেতার বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের করেছেন ফিলিপিন্সের আইনজীবীরা। তারা বিরুদ্ধে ১৯ মাসের মির্মম মাদকবিরোধী অভিযানে সর্বোচ্চ দুরাচারের মাধ্যমে হত্যার অভিযোগ আনা হয়েছে। আইসিসি গতমাসে বলেছে, এ বিচারের এখতিয়ার রয়েছে কিনা এবং অপরাধ মানবতাবিরোধী কিনা সে বিষয়ে সংস্থা প্রাথমিকভাবে খতিয়ে দেখা শুরু করেছে। দুতের্তে মঙ্গলবার রাতে এক ভাষণে আইসিসিয়ের উদ্দেশে বলেন, আমার বিচারের এখতিয়ার আপনাদের নেই এবং ১০ লাখ বছরেও যে অধিকার পাবেন না। এর আগে তিনি আইসিসিকে নিষ্প্রয়োজনীয় ও কপট বলে উল্লেখ করেছেন। জাতিসংঘ ও আইসিসিয়ের যে কোন তদন্তে তার স্বতঃস্ফূর্ততা থাকবে। এ কথা তিনি আগে বললেও গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীকে বলেছেন সংস্থাগুলোকে তাদের সহযোগিতা করা উচিত হবে না। কোন সরকার এ ধরনের বিচার করতে অসমর্থ হলে আইসিসি আদালতই সর্বশেষ স্থান। প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারিরোক আগাম বলেছেন যে, ফিলিপিন্সে আইসিসিয়ের কোন এখতিয়ার নেই এবং এখানে কোন অপরাধের তদন্তের অধিকারও নেই। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে না। তিনি এ অভিযানকে বৈধ ও পরিচ্ছন্ন উদ্দেশ্য প্রসূত বলে উল্লেখ করেন। সরকার মানবাধিকার আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের হত্যার জন্য পরিকল্পিতভাবে বেছে নেয়া হয়নি।
×