ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার ॥ আইএমএফ উদ্বিগ্ন

প্রকাশিত: ০৫:৩২, ৯ মার্চ ২০১৮

ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার ॥ আইএমএফ উদ্বিগ্ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি মনে করে ব্যাংক খাতের তদারকি জোরদারে বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করতে হবে। ব্যাংক খাতের খেলাপি ঋণ আদায়ে আইন সংস্কারের ওপর জোর দিতে হবে। দেশের সরকারী-বেসরকারী সব ব্যাংকের সার্বিক পরিস্থিতির উন্নয়নে সুশাসন (কর্পোরেট গভর্নেন্স), ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় আইএমএফ। বৈদেশিক লেনদেন ভারসাম্য রক্ষায় আইএমএফ ২০১১ সালে বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) কর্মসূচীর আওতায় বাংলাদেশকে মোট ৯৮ কোটি ৭০ লাখ ডলার দেয়। এ ঋণ কর্মসূচীর সফল সমাপ্তি হয়েছে সম্প্রতি। ওই কর্মসূচী বাস্তবায়নে বাংলাদেশকে বেশকিছু শর্ত দিয়েছিল সংস্থাটি। সেসব শর্ত যাচাইয়ে দায়শাকু কিহারার নেতৃত্বে একটি টিম বাংলাদেশ সফর করেছে। ৮ দিনের সফর শেষে সফর শেষে তাদের প্রাথমিক পর্যবেক্ষণ জানাতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে সংবাদ সম্মেলন ডাকা হয়। এসময় বাংলাদেশের ব্যাংকিং খাত ও অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে নানা প্রশ্নের জবাব দেয় সংস্থাটি। আইএমএফের ইসিএফ ঋণের অন্যতম শর্ত ছিল নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা। সেটা দু’বছর পিছিয়ে যাওয়াকে তিনি কিভাবে দেখছেন জানতে চাইলে দায়শাকু কিহারা বলেন, বিশে^র অনেক দেশের তুলনায় এখানকার কর জিডিপি রেশিও অনেক কম। নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হলে দু’য়ের মধ্যে পার্থক্য কমবে। তবে ইসিএফের সময় সীমা শেষ হয়ে যাওয়ায় এক্ষেত্রে কোন প্রভাব নেই বলে তিনি জানান। দায়শাকু কিহারা বলেন, ব্যাংকিং খাত ও পুঁজিবাজার উন্নয়নের মাধ্যমে আর্থিক খাতকে আরও সুসংহত করতে হবে। দেশের বেশ কয়েকটি ব্যাংক বিশেষত রাষ্ট্রীয় মালিকানার কয়েকটি ব্যাংকের মূলধন ঘাটতি ও উচ্চ খেলাপি ঋণ রয়েছে। এটা কমানোর জন্য কাজ করতে হবে। এক সাংবাদিক প্রশ্ন করেন, শুধু রাষ্ট্রীয় ব্যাংক নয় পুরো ব্যাংক খাতে এখন নানা অনিয়ম ও জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হচ্ছে। এরকম পরিস্থিতিকে সংস্থাটি কিভাবে দেখছে। দায়শাকু কিহারা বলেন, পুরো ব্যাংক খাতের তদারকি আরও জোরদার করতে হবে। বিশেষ করে সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর জোর দিতে হবে। অপর এক সাংবাদিকের প্রশ্ন-ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে বিপুল অংকের অর্থপাচারের অভিযোগ ওঠেছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? জবাবে আইএমএফ প্রতিনিধি দলের প্রধান বলেন, অর্থপাচার নিয়ে আইএমএফের উদ্বেগ রয়েছে।
×