ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলামোটরে জনস্রোতের মধ্যে যৌন হয়রানির শিকার তরুণী

প্রকাশিত: ০৫:৩১, ৯ মার্চ ২০১৮

 বাংলামোটরে জনস্রোতের মধ্যে যৌন হয়রানির শিকার তরুণী

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার দিন বাংলামোটর এলাকায় বিপুল জনস্রোতের মধ্যে এক তরুণী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে এমন অভিযোগ এনে ফেসবুকে ওই তরুণী একটি পোস্ট করেন। এর পরই সেটি ভাইরাল হয়ে পড়ে। ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে পরিকল্পিতভাবে ৭ মার্চের জনসভাকে বিতর্কিত করার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। ওই সময়কার সিসি ক্যামেরার ফুটেজের পর্যালোচনা করা হচ্ছে। ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার জবানবন্দী রেকর্ড করা হয়েছে। ফেসবুকের পোস্টটি নিয়ে বুধবার রাত থেকেই কাজ শুরু করে পুলিশের সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইম (সোশ্যাল মিডিয়া মনিটরিং) বিভাগ। ইতোমধ্যে ওই পোস্ট দেয়া মেয়েটিকে খুঁজে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার জবানবন্দীও নিয়েছে পুলিশ। পুলিশ সূত্র বলছে, মেয়েটির পোস্ট পর্যালোচনা করা হচ্ছে। মেয়েটির বর্ণনা ও ঘটনার সময় অনুযায়ী শাহবাগ, শান্তিনগর, বাংলামোটরসহ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবে এটি ছড়ানো হতে পারে। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রোমোটিং এডালসেন্ট নিউট্রিশন শীর্ষক এক সেমিনার শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বুধবার বাংলামোটরে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ ওঠেছে। সেই সময়কার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তার পর্যালোচনা চলছে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে। অপরাধী যে দলেরই হোক ছাড় দেয়া হবে না।
×