ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতকে ১৪০ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩০, ৯ মার্চ ২০১৮

ভারতকে ১৪০ রানের  টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কায় চলমান নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮ উইকেটে ১৩৯ রান করেছে বাংলাদেশ। ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ১৪০ রান। বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ভারতীয় দলের বাজে ফিল্ডিংয়ের সুবাদে বেশ কয়েকটি ক্যাচ মিস হলেও লিটন কুমার দাস ছাড়া আর কোন ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। তিনি সর্বোচ্চ ৩৪ রান করেন ৩০ বলে। আগের ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি স্বাগতিক শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছিল। তবে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে আগের সেই স্কোয়াড অপরিবর্তিত রেখেই মাঠে নামে তারা। বাংলাদেশ দল সর্বশেষ খেলা টি২০ ম্যাচের একাদশেও বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে নামে। তবে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই অগোছাল ব্যাটিং প্রদর্শনী দেখায় তারা। কিন্তু ভারতীয় ফিল্ডারদের বাজে পারফর্মেন্সে বেশ কয়েকটি ক্যাচ হওয়া থেকে বেঁচে যান। এরপরও ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন ১ ছক্কা ১ চারে ১৪ রান করা সৌম্য সরকার। ভারতীয় পেসারদের দারুণ লাইন-লেন্থে ফেলা বলে হিমশিম খাচ্ছিলেন অন্যতম ওপেনার তামিম ইকবালও। কিন্তু তিনিও পঞ্চম ওভারে ১৬ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। দ্রুত দুটি উইকেট হারালেও তৃতীয় উইকেটে লিটন ও মুশফিকুর রহীম প্রতিরোধ গড়েন। রানের গতি সেভাবে না বাড়াতে পারলেও তারা শুরুর বিপর্যয় বেশ ভালভাবেই কাটিয়ে ওঠেন। তৃতীয় উইকেটে ৩১ রান যোগ করেন তারা। দারুণ খেলতে থাকা মুশফিক বিজয় শঙ্করের করা অফস্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তিনি ১৪ বলে ২ চার, ১ ছক্কায় ১৮ রান করেন। এরপর মাহমুদুল্লাহ ৮ বল খেলে মাত্র ১ রান করে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। ৫ ওভার পর লিটন ৩০ বলে ৩ চারে ৩৪ রান করে আউট হলে বড় সংগ্রহ পাওয়া কঠিন হয়ে যায় বাংলাদেশের। কারণ, মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ থাকতে পারেননি। তবে শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও এদিন দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন সাব্বির রহমান। ৬ নম্বরে নেমে তিনি ২৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন ৩ চার, ১ ছক্কায়। ১৯তম ওভারে তিনি সাজঘরে ফিরলে লড়াইয়ের পুঁজিটাও পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ দল। জয়দেব উনাদকাট ৩৮ রানে নেন ৩ উইকেট। শঙ্কর পান ২ উইকেট।
×