ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতজনের মৃত্যু ॥ জরুরী অবস্থা জারি

শীতকালীন ঝড়ে জবুথবু যুক্তরাষ্ট্র ॥ দুই হাজার ৭শ’ ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৫:৩০, ৯ মার্চ ২০১৮

 শীতকালীন ঝড়ে জবুথবু যুক্তরাষ্ট্র ॥ দুই হাজার ৭শ’ ফ্লাইট বাতিল

জনকণ্ঠ ডেস্ক ॥ এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ফের প্রচন্ড শীতকালীন ঝড় বয়ে যাচ্ছে। তুষার ও ঠা-ায় কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ২৭শ’ ফ্লাইট বাতিলসহ দেশটির একাধিক অঙ্গরাজ্যে জরুরী অবস্থা জারি করা হয়েছে। জনগণকে সতর্কতা মেনে বাড়ির মধ্যে অবস্থান করা ও রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় দেশটির আবহাওয়া দফতর। ঝড়ের কারণে বহু ট্রেনের সূচী পরিবর্তন করা হয়েছে। কিছু কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। ১৭ লাখ ঘরবাড়ি বিদ্যুতহীন হয়ে পড়েছে। সাগরের পানিতে একাধিক উপকূলীয় সড়ক তলিয়ে গেছে। -খবর আলজাজিরা, এএফপি ও সিএনএন অনলাইন খবরে বলা হয়েছে, ফিলাডেলফিয়া, বোস্টন ও মেইনে তীব্র ঠা-া বাতাস বয়ে যাচ্ছে। এসব এলাকার বহু স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়কগুলোতে ৬০ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফের আস্তরণ জমেছে। এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন অবস্থান করতে পারে বলে খবরে বলা হয়েছে। এই ধরনের ঠা-া বাতাস শুক্রবার পর্যন্ত অব্যাহত থেকে কানাডার দিকে অগ্রসর হতে পারে। নিউইয়র্কে তুষারের কারণে সংঘঠিত দুর্ঘটনায় নিহতের খবর পাওয়া গেছে। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া ও পূর্ব নিউইয়র্কের প্রধান সড়কগুলো বরফে ঢাকা পড়েছে। বিপুল সংখ্যক ফ্লাইট ও ট্রেনের সময়সূচী পরিবর্তন হওয়ায় বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। নিউইয়র্কের তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করছে। এই এলাকায় একই সঙ্গে বয়ে যাচ্ছে প্রচ- ঠা-া বাতাস। বৃহস্পতিবার রাত চারটা থেকে সকাল পর্যন্ত নিউজার্সিতে ছোটবড় অন্তত ৩৫৬টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ঘনকুয়াশা ও বৈরি আবহাওয়ার কারণে নিউইয়র্ক সড়কে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বুধবার রাতে নিউজার্সির গবর্নর ফিল মার্ফি বলেন, আজ থেকে নিউজার্সির স্কুলগুলো বন্ধ ঘোষণা ও জরুরী অবস্থা ঘোষণা করা হলো। একই সঙ্গে বোস্টনের স্কুলগুলোও বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন। নিউইয়র্কের সাফার্নে ঝড়ো বাতাসে গাছ উপড়ে যাওয়ায় একজন নিহতের খবর পাওয়া গেছে। এ এলাকায় সড়কের গাছ উপড়ে বিদ্যুত লাইনের ওপর পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগে থেকেই যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুতবিহীন ছিল। বুধবার থেকে চলা ঝড়ে এ সংখ্যা ১৭ লাখে পৌঁছেছে। বিদ্যুত না থাকায় ঘরবাড়ি উষ্ণ রাখতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
×