ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় রাসায়নিক অস্ত্র ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স

প্রকাশিত: ০৪:৫৯, ৯ মার্চ ২০১৮

ঢাকায় রাসায়নিক  অস্ত্র ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণ  কোর্স

আন্তর্জাতিক সংস্থা ও বিএনএসিডব্লিউসি’র যৌথ ব্যবস্থাপনায় রিজিওনাল বেসিক কোর্স অন ‘এ্যাসিস্ট্যান্স এ্যান্ড প্রোটেকশন এগেইনস্ট কেমিক্যাল উইপন্স এ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স টু কেমিক্যাল ইনসিডেন্টস’ ফর স্টেটস পার্টিস ইন এশিয়া’ শীর্ষক আঞ্চলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার হোটেল লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল উক্ত কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিজি, ওপিসিডব্লিউ’র প্রতিনিধি সিনিয়র এ্যাসিস্টেন্স এ্যান্ড প্রটেকশন অফিসার মিঃ শাহরিয়ার খাত্রিসহ বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন, সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ও বিভিন্ন রাসায়নিক সংস্থা/প্রতিষ্ঠান হতে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট শনাক্তকরণ, উদ্ধার সরঞ্জাম এবং রাসায়নিক দুর্যোগ অথবা দুর্ঘটনায় জরুরী উদ্ধারকার্য পরিচালনা কৌশল সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করেন। উক্ত প্রশিক্ষণে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান হতে ৯ জন এবং বাংলাদেশের বিভিন্ন শিল্পকারখানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে›স অধিদফতর, রাসায়নিক সংস্থা/প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে মোট ৩০ জনসহ সর্বমোট ৩৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। -আইএসপিআর
×