ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজিবির ডিজির পদ থেকে আবুল হোসেন ফের সেনাবাহিনীতে

প্রকাশিত: ০৪:৫৮, ৯ মার্চ ২০১৮

বিজিবির ডিজির পদ থেকে আবুল হোসেন ফের  সেনাবাহিনীতে

স্টাফ রিপোর্টার ॥ দেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের ডিজি দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়েছে সরকার। প্রেষণে বিজিবিতে দায়িত্বরত এই সেনা কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার রাতে আদেশ জারি করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ৫৬ বছর বয়সী আবুল হোসেন এ মাসের মাঝামাঝিতেই অবসরে যাচ্ছেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পদে মেজর জেনারেল আবুল হোসেনের উত্তরসূরি হিসেবে কে আসছেন। সে বিষয়ে নতুন কোন আদেশ এখনও হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৮১ সালে কমিশন পাওয়া আবুল হোসেন ২০১৬ সালের ২ নবেম্বর বিজিবির মহাপরিচালকের দায়িত্ব পান। পদাধিকার বলে তিনি সীমান্ত ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তার আগে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা আবুল হোসেন সেনা সদর দফতরের ইঞ্জিনিয়ার ইন চীফ এবং মিরপুরে সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি ও গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডেন্টের দায়িত্বও পালন করেছেন বিভিন্ন সময়ে। এক সময় ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন।
×