ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারিগরি শিক্ষাই হবে টেকসই উন্নয়নের মূল হাতিয়ার ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৯, ৯ মার্চ ২০১৮

কারিগরি শিক্ষাই হবে টেকসই উন্নয়নের মূল  হাতিয়ার ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বলেছেন, কারিগরি শিক্ষাই হবে দেশের টেকসই উন্নয়নের মূল হাতিয়ার। তবে এ ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে রয়েছি। এদিকে আগামী এক মাসের মধ্যে সকল প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, বাচ্চাদের স্কুলে ধরে রাখতে প্রতিটি স্কুলে মিড ডে মিল চালু করতে হবে। বৃহস্পতিবার রাজধানীতে পৃধক পৃথক অনুষ্ঠানে দুই মন্ত্রী এসব কথা বলেন। সকালে হোটেল রেডিসনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (এসটিইপি)’ আওতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষামন্ত্রী কথা বলেন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার ড. মোঃ মোখলেসুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, স্টেপ প্রকল্পের পরিচালক এ বি এম আজাদ, বিশ্বব্যাংক প্রতিনিধি মি. শিরো নাকাতা, সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিকের পরিচালক মি. এন্থনি উন, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন প্রমুখ। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের উন্নত যে কোন দেশে কারিগরি শিক্ষার হার ৬০ শতাংশের অধিক। আমরা এখনও অনেক পেছনে আছি। তবে ২০০৯ সালের আগে এ হার ছিল ১ শতাংশ। বর্তমানে তা ১৫ শতাংশে উন্নীত হয়েছে। ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রণয়ন করা হয়েছে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা। সম্মেলনে চীন, সিঙ্গাপুর, ফিলিপিন্স, ভারত ও স্কটল্যান্ডের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞ, উচ্চপর্যায়ের সরকারী কর্মকর্তা, শিক্ষাবিদ, অধ্যক্ষ, শিল্প-কারখানার উদ্যোক্তরা উপস্থিত ছিলেন। এদিকে মিরপুর ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক এক কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান আগামী এক মাসের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর আহ্বান জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল। বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, অতিরিক্ত মহাপরিচালক রমজান আলী প্রমুখ।
×