ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসায় ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৪:৪৯, ৯ মার্চ ২০১৮

রাজধানীতে বাসায় ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নাখালপাড়ার বাসায় ঢুকে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। দারুস সালামে বস্তাবন্দী এক তরুণীর পচাগলা লাশ পাওয়া গেছে। তবে এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। কল্যাণপুরে একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে দগ্ধ একই পরিবারের পাঁচ জনের মধ্যে ১১ মাসের শিশুর মৃত্যু হয়েছে। পুরনো ঢাকার শ্যামপুর এলাকার রাস্তায় থাকা একটি গর্তে পড়ে গিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া গুলশানে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নারী দিবসের দিন রাজধানীর নাখালপাড়ার বাসায় ঢুকে আমেনা বেগম (৬২) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়ার ২৮৮ নম্বর নিজের ছয় তলা বাড়ির নিচতলা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত দুই ব্যক্তি বাড়ির নিচতলায় মালিকের বাসায় গিয়ে বাড়ির মালিক আমেনা বেগমকে সঙ্গে নিয়ে ওপরে ফ্ল্যাট দেখাতে যান। এ কিছু সময় পর থেকে আমেনা বেগমকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা নিচতলার ফ্ল্যাটে ঢুকে দেখতে পান আমেনা বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। ডিসি বিপ্লব কুমার সরকার জানান, ভাড়ার বাসা দেখতে এসে ওই বৃদ্ধা খুনের শিকার হয়েছে কিনা। ঘটনাটি রহস্যজনক। তদন্ত করা দেখা হচ্ছে। তাদের পরিবারের কেউ এ ঘটনায় জড়িত আছে কিনা। তাও তদন্ত করা হচ্ছে। তিনি জানান, এর আগে ২০১৬ সালে রাজধানীর উত্তরখান এলাকায় বাসা দেখতে এসে বাড়ির মালিক খুনের শিকার হয়েছিলেন। এ রকম তিনটি ঘটনা রয়েছে। ওই সব ঘটনায় জড়িত সন্দেহে সিরিয়াল কিলার হিসেবে অজ্ঞাত এক যুবককে পুলিশ এখনও খুঁজছে। ওই চক্রটি এ ঘটনার সঙ্গে জড়িত কিনা। তাও খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁও থানার ওসি জানান, বেলা আড়াইটার দিকে পশ্চিম নাখালপাড়ার নিজ বাড়ির নিচতলা থেকে আমেনা বেগমের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ওই বাড়িতে তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থাকতেন। এখনও তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এদিকে রাজধানীর দারুস সালামে বস্তাবন্দী এক তরুণীর পচাগলা লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে হিমাগারে রাখা হয়েছে বলে পুলিশ জানায়। তবে এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে দারুস সালাম থানার এসআই মোঃ রায়হানুজ্জামান জানান। বৃহস্পতিবার বিকেলে দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রায়হানুজ্জামান জানান, বুধবার রাতে বসুপাড়া এলাকার ডি-ব্লকের ৬৫/৬/১ নম্বর বাড়ির পেছনের খাল থেকে অজ্ঞাত (২০) ওই তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। খালের একপাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। আজ (বৃহস্পতিবার) বিকেল পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দগ্ধ শিশুর মৃত্যু ॥ রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে দগ্ধ একই পরিবারের পাঁচ জনের মধ্যে আফরিদা আকতার ফাতেমা নামে ১১ মাসের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থশংকর পাল জানান, শিশু আফরিদার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, বুধবার রাত ৯টার দিকে কল্যাণপুরের ২ নম্বর সড়কের পাঁচ তলা একটি ভবনের চারতলার ফ্ল্যাটে গ্যাসের চুলা থেকে আগুন লাগে। আগুনে চারিদিকে ছড়িয়ে পড়লে ওই ফ্ল্যাটের বাসিন্দা মোঃ আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩০), তাদের শিশু মেয়ে ফাতেমা, রীনার বোন আরজু বেগম (২৮) এবং তার স্বামী নজরুল ইসলাম মারাত্মক দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে গভীর রাতে তাদেরকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে মালেক ও নজরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু ॥ স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ যাওয়ার সময় পুরনো ঢাকার শ্যামপুর এলাকায় রাস্তা থাকা একটি গর্তের কারণে পড়ে যায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফসানা আক্তার (২০)। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের স্বামীর নাম আব্দুল আজিম। গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুর উপজেলার হাউজিং এস্টেট এলাকায়। তারা কুড়িল বিশ্বরোড চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর গুলশানে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোঃ রাজু (২২) নামের এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম শামছুল আলম। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সালথা থানার রায়েরচর গ্রামে। তিনি ভাটারা থানার শাহজাদপুরের খিলবাড়িরটেক এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
×