ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারী দিবসের আয়োজনে মঞ্চ মাতালো চিরকুট

প্রকাশিত: ০৪:৪৮, ৯ মার্চ ২০১৮

 নারী দিবসের আয়োজনে মঞ্চ মাতালো চিরকুট

স্টাফ রিপোর্টার ॥ মঞ্চ থেকে ভেসে আসছে কালজয়ী দেশাত্মবোধক গান ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’। দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের শিল্পীদের কণ্ঠে শ্রোতা-দর্শক শুনছে এ গান আর শিল্পীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অনেকেই গানটি গাইছে। রাজধানীর রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে নারী দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টে এমনই দৃশ্য দেখা যায় বৃহস্পতিবার বিকেলে। ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ শীর্ষক এ কনসার্টের আয়োজন করে ইউএন উইমেন। আয়োজনের শুরুতে ইউএন উইমেন বাংলাদেশের প্রধান শো কো ইশিকাওয়া স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে আমরা জিরো ভায়োলেন্স, জিরো ডিসক্রাইমিনিটির একটা বিশ্ব গড়ে তুলতে চাই। একই সঙ্গে আমরা নারী ও পুরুষের জন্য একটি সমতাভিত্তিক বিশ্বও প্রতিষ্ঠা করতে চাই। এক্ষেত্রে আমরা তরুণদের আরও বেশি অংশগ্রহণ চাই, তারাই এমন বিশ্ব প্রতিষ্ঠায় অগ্রদূতের ভূমিকা পালন করবে। এ বছর নারীর অগ্রযাত্রায় সামাজিক অবদানকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে ইউএন উইমেন। ইশিকাওকা আরও বলেন, শিক্ষা ও সামাজিক ক্ষমতায়নে নারীর অগ্রযাত্রায় বাংলাদেশ দারুণ কাজ করে যাচ্ছে। কনসার্ট শুরুর আগে ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ গানের সঙ্গে ছিল ফ্ল্যাশমব উপস্থাপনা। এরপর মঞ্চে আসে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের শিল্পীরা। তারা তাদের পরিবেশনার শুরুতেই গেয়ে শোনায় ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি। একে একে তারা গেয়ে শোনায় ‘যাদুর শহর’, ‘মরে যাবো’, ‘কানামাছি’, ‘পাপ জমাই’সহ তাদের বেশ কিছু জনপ্রিয় গান। ঢাকা পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসব শুরু হচ্ছে আজ ॥ দেশের অন্যতম নাট্য সংগঠন ‘ঢাকা পদাতিক’। এই সংগঠনটির আয়োজনে তাদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী নাট্যোৎসব। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে এ উৎসব। এতে দলটির প্রযোজনার চারটি নাটক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্রাচ্যনাট ও লোকনাট্যদল সিদ্ধেশ্বরীর একটি করে তিনটি নাটক এবং ভারতের দুটি দলের দুটি নাটক প্রদর্শিত হবে। এছাড়াও এ নাট্যোৎসবে প্রদান করা হবে দলটির অকাল প্রয়াত দুই সদস্য আবুল কাশেম দুলাল ও গাজী জাকির হোসেন স্মৃতি পদক। নারী দিবসে ‘কনসার্ট ফর উইমেন’ অনুষ্ঠিত ॥ নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানম-ি সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স ‘কনসার্ট ফর উইমেন-২০১৮’ আয়োজন করে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল। কনসার্টের উদ্বোধন করেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী, হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্তী, ব্যারিস্টার তুরিন আফরোজ, উপ-পুলিশ কমিশনার সুনন্দা রায় ও চিত্রনায়িকা পূর্ণিমা। উদ্বোধনী বক্তব্য শেষে সকল অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। এর পর বেলা ১২টার দিকে মঞ্চে গান নিয়ে আসেন কণ্ঠশিল্পী বন্দনা। গানের সুরে তিনি উপস্থিত বিভিন্ন বয়সী নারীদের মাতিয়ে রাখেন। তারপর মঞ্চে আসেন মিনার। একে একে গেয়ে শোনালেন নিজের গান- সাদা রঙের স্বপ্ন, ডানপিটে, আহা রে, ঝুমসহ বেশ কিছু গান। নারীদের জন্য আয়োজিত এই কনসার্টে এদিন আরও গান পরিবেশ করেন ন্যানসি, ইমরান, তাহসান ও ব্যান্ড এলআরবি।
×