ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মনোয়ার হোসেন

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ০৪:৪৬, ৯ মার্চ ২০১৮

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

অগ্নিঝরা মার্চ মাসে ফের সাম্প্রদায়িকতার আঘাতে কেঁপে ওঠে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। সামাজিক টিউমার ধর্মান্ধতার জেরে ছুরিকাহত হন কথাশিল্পী ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ধর্মের বিরুদ্ধে কোন কথা না বলেও পরিণত হন সাম্প্রদায়িকতাবাদী ব্যর্থ হন্তারকের টার্গেটে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সম্প্রীতি ও প্রগতির কথা বলা সকলের প্রিয় মানুষটি। বর্তমানে রাজধানীর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই শিক্ষক ও লেখক। মানসিকভাবে প্রবল শক্ত মানুষটি ইতোমধ্যেই হামলার আকস্মিকতা কাটিয়ে সচল হয়েছেন আপন কলমে। সে লেখায় প্রকাশ করেছেন অবিশ্বাস্য সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার আকাক্সক্ষা। জাফর ইকবালের ওপর এই হামলায় প্রতিবাদের ঢেউ উঠেছে ঢাকাসহ সারা দেশে। রাজধানীজুড়ে হয়েছে নানা প্রতিবাদী আয়োজন। মিটিং-মিছিল থেকে মানববন্ধনে সোচ্চার হয়েছে সাম্প্রদায়িকতাবিরোধী কণ্ঠস্বর। ফেসবুক থেকে পত্রিকার পাতায় স্বাধীনতার সপক্ষের মানুষরা এই হামলার নিন্দায় তুমুল সরব হয়েছেন। আর এ ঘটনায় জঙ্গীবাদকে যারা বারবার জুজুর ভয় বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারাও যেন চরম হোঁচট খেয়েছেন। জেগে থাকা ঘুমের মাঝে উপলব্ধি করার চেষ্টা করেছেন প্রকৃত বাস্তবতাকে। এই মাসেই ঘটে গেল আরেকটি বিয়োগান্তক ঘটনা। প্রিয় পৃথিবী থেকে বিদায় নিলেন মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। প্রতিবাদী নারীর প্রতীকী চরিত্রে পরিণত হওয়া শিল্পীর প্রয়াণে কেঁদেছে স্বদেশকে ভালবাসা নাগরিক মন। গুচ্ছ গোলাপ আর বসন্তের নানা ফুলে তাকে জানান হয়েছে হৃদয়স্নাত শ্রদ্ধাঞ্জলি। ভাষাশহীদদের স্মৃতির স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপামর মানুষের ভালবাসা কুড়িয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। প্রিয় শহর ঢাকায় আনন্দের উল্টোপিঠে যেন অবস্থান করে নানা রকম ভোগান্তি। চোখে পড়ে নগর ব্যবস্থাপনার নানা ঘাটতি। মনে হয় এই শহরকে একটু গুছিয়ে রাখার দায়িত্বসম্পন্ন মানুষের বড্ড অভাব। বৃহস্পতিবার দুপুরে মহাখালী দিয়ে চলার পথে তেমনটাই দৃশ্যমান হয়। ওই এলাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে গিয়ে রীতিমতো দুর্ঘটনার সম্ভাবনায় আতঙ্কিত হতে হয়। হাসপাতালটির ফটকের ঠিক সামনেই অনেকগুলো রড যেন তাকিয়ে আছে মুখের দিকে। একটু অসচেতন হলেই হতে হবে আঘাতপ্রাপ্ত। ঘটে যেতে পারে প্রাণঘাতী কোন ঘটনা। স্যুয়ারেজ লাইনের ঢালাইয়ের কাজ চলাকালে খোলা রাখা হয়েছে ম্যানহোলের ঢাকনা। আর ম্যানহোলের সামনে দিয়ে বেরিয়ে আছে অনেকগুলো সুতীক্ষè ধাতব। দিনে কিংবা রাতে যে কোন সময় বিদ্ধ হতে পারে এই শহরেরই কোন বাসিন্দা। এমন দৃষ্টিকটু ও দুর্ঘটনাপ্রবণ চেহারার বাইরে বায়ান্ন বাজার আর তিপ্পান্ন গলির শহর ঢাকায় বিরাজ করছে উৎসবমুখর আবহ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতিপ্রাপ্তিতে শিল্পীর রংতুলির আচড়, কণ্ঠশিল্পীর গানের সুরে কিংবা বক্তার আলোচনায় হয়েছে বহুমাত্রিক উদ্্যাপন। মার্চের প্রথম সপ্তাহ থেকেই সেই উদ্্যাপনে সরব থেকেছে শহর। সেই সরবতায় আপামর জনতার হৃদয়ের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হয়েছেন স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমান। আগামী ১৭ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় নৃত্য-গীত, নাটক ও কবিতায় সজ্জিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির বিভিন্ন মিলনায়তনে চলছে এ অনুষ্ঠানমালা। আর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার নারীর জয়গানে ¯িœগ্ধতায় ভেসেছে এই নগর। পথে প্রান্তের চোখে পড়েছে নারীর সাফল্যগাঁথার স্মারকময় প্রতিচ্ছবি। অনুষ্ঠিত হয়েছে কনসার্টসহ নানা আয়োজন। ব্যক্ত হয়েছে সব প্রতিবন্ধকতা নারীর এগিয়ে যাওয়ার প্রত্যয়। এ দিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে এক বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী। এক নং গ্যালারিতে চলমান এ প্রদর্শনীর শিরোনাম ‘মাধবীলতা’। এতে ঠাঁই পেয়েছে শত নারী চিত্রকরের চিত্রকলা। গ্যালারিজুড়ে শোভা পাচ্ছে রং ও রেখায় উদ্ভাসিত হয়েছে ১০০ আপন ভাবনাতাড়িত বহুমাত্রিক বিষয়। ছবিগুলো এঁকেছেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগে সাবেক ও বর্তমান শতাধিক নারী শিক্ষার্থী। ১২ মার্চ পর্যন্ত প্রদর্শনীটি অবলোকনের সুযোগ পাবেন দর্শনার্থীরা। এর পাশাপাশি ৬ নং ধানম-ির গ্যালারি চিত্রকে চলছে ‘ফ্রেম-৭৪’ শীর্ষক যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। আগামী ১৫ মার্চ শেষ হবে এ প্রদর্শনী। আঁলিয়স ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে শাহ্ মাইনুল ইসলামে শিল্পকর্ম প্রদর্শনী ‘স্মরণ ৭১’। এটি চলবে ১৪ মার্চ পর্যন্ত। আজ শুক্রবার থেকে শিল্পকলার নাট্যশালায় শুরু হচ্ছে ঢাকা পদাতিক আয়োজিত আট দিনব্যাপী নাট্যোৎসব। ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নাট্য প্রদর্শনী। ঢাকা পদাতিকের চারটি নাটকের পাশাপাশি শিল্পকলা একাডেমি, প্রাচ্যনাট ও লোকনাট্যদল সিদ্ধেশ্বরী নাটক মঞ্চস্থ হবে। সেই সঙ্গে পরিবেশিত হবে ভারতের দুটি নাট্যদল প্রযোজিত দুটি নাটক।
×