ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইফোনের লক খুলতে লাগবে ১৫ হাজার ডলার

প্রকাশিত: ০৪:৩৩, ৯ মার্চ ২০১৮

আইফোনের লক খুলতে লাগবে ১৫ হাজার ডলার

বরাবরই নিরাপত্তার জন্য খ্যাতি রয়েছে আইফোনের। এমনকি তদন্তের স্বার্থেও আইফোন আনলক বিষয়ে আপোস করেনি এ্যাপল। যে কোন আইফোনই আনলক করা যাবে এবার এমন দাবি করেছে গ্রেশিফট নামের একটি প্রতিষ্ঠান। নতুন আইফোন ১০-সহ যে কোন আইফোন আনলক করতে খরচ করতে হবে অন্তত ১৫ হাজার মার্কিন ডলার। সম্প্রতি ‘গ্রেকি’ নামের টুলের প্রচারণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। আইওএস ১০ এবং আইওএস ১১ চালিত যে কোন আইফোনই আনলক করা যাবে এই টুলের মাধ্যমে, বলা হয়েছে ভারতীয় সংবাদ আইএএনএস-এর প্রতিবেদনে। পরবর্তীতে আইওএস ৯ চালিত ডিভাইসগুলোও আনলক করা যাবে বলে প্রত্যাশা গ্রেশিফটের। আইন প্রয়োগকারী সংস্থাগুলো ১৫ হাজার মার্কিন ডলারে ‘গ্রেকি’ কিনতে পারবেন। এতে ৩০০ বার তারা টুলটি ব্যবহার করতে পারবেন। অসংখ্য আইফোন আনলক করতে চাইলে গুণতে হবে ৩০ হাজার মার্কিন ডলার। -অর্থনৈতিক রিপোর্টার
×