ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাড়ির ৫৫৩টি মডেল নিষিদ্ধ হচ্ছে চীনে

প্রকাশিত: ০৪:৩০, ৯ মার্চ ২০১৮

 গাড়ির ৫৫৩টি মডেল নিষিদ্ধ  হচ্ছে চীনে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের প্রধান গাড়ি নির্মাতাদের জন্য ২০১৮ সাল দুর্ভাগই বয়ে আনছে। কারণ এ বছর মার্সিডিজ বেনজ, অডি ও ভক্সওয়াগনসহ প্রায় ৫৫৩টি গাড়ির মডেল নিষিদ্ধ হচ্ছে দেশটিতে। দেশটির জ্বালানি দক্ষতা মানদন্ড পূরণ করতে না পারায় গাড়ির মডেলগুলো নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে গত ডিসেম্বরে চীনা কর্তৃপক্ষ জানিয়েছিল, নতুন গাড়িগুলোর ওপর কঠোর গ্যাস নির্গমন রীতি চালু করবে। দেশটি পরিবেশবান্ধব গাড়ির প্রতি ঝুঁকছে এটাই ইঙ্গিত দিচ্ছে বিদ্যমান মডেলের গাড়িগুলোর ওপর এই নিষেধাজ্ঞাটি। এ গাড়িগুলোর উৎপাদন কখন বন্ধ হবে সেটি এখনও স্পষ্ট নয়। তবে দেশটির জ্বালানি দক্ষতার মানদন্ডে চলার জন্য গাড়ি নির্মাতাদের ইঞ্জিন পরিবর্তন করতে হতে পারে। বায়ুদূষণকে গুরুতর হুমকি হিসেবে দেখছে চীন। আর তাই হাইব্রিড, ইলেকট্রিক ও দক্ষ ইঞ্জিনের গাড়িগুলোকে উৎসাহ দিচ্ছে দেশটি। সম্প্রতি দেশটিতে ইলেকট্রিক গাড়ির ওপর ট্যাক্স ক্রেডিট বাড়ানো হয়েছে ২০২০ সাল পর্যন্ত। এ পদক্ষেপে ২০১৭ সালে দেশটিতে ইলেকট্রিক গাড়ির বিক্রি ব্যাপক আকারে বেড়েছে। এর কারণে দেশটির ইলেকট্রিক গাড়ির বাজারও বেড়েছে প্রায় ৫০ শতাংশ। দেশটিতে বায়ুদূষণ ও গ্যাস নির্গমনের ইস্যুতে এই ৫৫৩টি মডেলের গাড়ির নিষেধাজ্ঞার চীনকে খুব অল্প হলেও সাহায্য করবে।
×