ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৮ কোটি টাকার তার সরবরাহের অনুমোদন পেল বিবিএস ক্যাবল

প্রকাশিত: ০৪:২৮, ৯ মার্চ ২০১৮

৮ কোটি টাকার তার সরবরাহের অনুমোদন পেল বিবিএস ক্যাবল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে ৮ কোটি টাকার বিদ্যুতের তার সরবরাহের অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবল। এ জন্য কোম্পানিটিকে বিপিডিবির পক্ষ থেকে ‘নোটিফিকেশন অব এ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দারবনে ৬০৩.৩১ কিলোমিটার এলাকার জন্য বিপিডিবিকে বিদ্যুতের তার সরবরাহ করবে কোম্পানিটি। সরবরাহকৃত তারের মূল্য নিধারণ করা হয়েছে ৮ কোটি ৫ লাখ ৫০ হাজার ৫৬৯ টাকা। বিপিডিবির সঙ্গে এ জন্য একটি চুক্তি সই হবে বিবিএস ক্যাবলসের। চুক্তি সইয়ের সাত মাসের মধ্যে এসব পণ্য সরবরাহ করতে হবে। চুক্তি সইয়ের পর চূড়ান্ত নোটিশ পাবে বিবিএস ক্যাবলস। বিবিএস ক্যাবলের ১৬.৬৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অপর কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
×