ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ডেল্টা ব্র্যাক

প্রকাশিত: ০৪:২৭, ৯ মার্চ ২০১৮

৩০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ডেল্টা ব্র্যাক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেডের (ডিবিএইচ) পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৫ টাকা ৭৬ পয়সায়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি। এজিএমের স্থান পরে জানিয়ে দেয়া হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ। সার্বজনীন হিসাব বছরের বাধ্যবাধকতায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে হিসাব বছর গণনা করেছে ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। সে সময়ের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন এর শেয়ারহোল্ডাররা। ২০১৬ সালের জুলাই-ডিসেম্বর সময়ে ডিবিএইচের ইপিএস হয় ২ টাকা ৭১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৩৬ পয়সা (বোনাস শেয়ার সমন্বয়ের পর)। এর আগে ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছেন ডিবিএইচ শেয়ারহোল্ডাররা। ডিএসইতে ডিবিএইচের শেয়ারের সর্বশেষ দর ছিল ১৩৩ টাকা। গত এক বছরে এ শেয়ারের সর্বোচ্চ দর ছিল ১৪৬ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন ১০৭ টাকা ৪০ পয়সা। সর্বশেষ নিরীক্ষিত মুনাফা মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৪৯ দশমিক ৩৪, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১৭ দশমিক ১৬।
×