ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থানচিতে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৪:২৫, ৯ মার্চ ২০১৮

 থানচিতে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় ॥  অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৮ মার্চ ॥ থানচি উপজেলার গালাঙ্গ্যা ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি একে ৪৭ উদ্ধার করে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল জেলার থানচি উপজেলার গালাঙ্গ্যা ইউনিয়নে জয়থুন পাড়ায় অবস্থানের খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে, একপর্যায়ে তারা পালিয়ে যায়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে একে ৪৭ অস্ত্রটি উদ্ধার করে। থানচির ৩৩ ব্যাটালিয়ান লে কমান্ডিং অফিসার বলেন, ৫ জনের অস্ত্রধারী গ্রুপের মধ্যে অন্তত তিনজন সশস্ত্র ছিল, তাদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনার পর আমরা অস্ত্রটি উদ্ধার করি। প্রসঙ্গত, জেলার থানচি উপজেলার বিভিন্ন এলাকায় দেশীয় সশস্ত্র গ্রুপের পাশাপাশি মিয়ানমারের বিদ্রোহী বিভিন্ন সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে বলে জানা যায়।
×