ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৪:২৪, ৯ মার্চ ২০১৮

ওয়ার্ল্ড ভার্সিটিতে  সেমিনার

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ‘এ্যাপ্লিকেশন অব আইওটি ইন ই-পেমেন্ট এ্যান্ড ই-কমার্স’ শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত এই সেমিনার ও কর্মশালায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০টায় শুরু হওয়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী এবং এসএসএল ওয়ারেলেসের হেড অব ই-কমার্স নাওয়াত আশেকিন। এ ছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান কাজী হাসান রবিন, এসএসএল ওয়ারেলেসের হেড অব ইঞ্জিনিয়ারিং, ইফতেখার আলম ইসহাক এবং ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহ-সভাপতি রেজওয়ানুল হক জামি। সেমিনার এর দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের হাতে-কলমে আইওটি ভিত্তিক ই-ওয়ালেট তৈরির ধারণা দেয়ার জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন ডেল ইউএসএ এর সল্যুশন আর্কিটেকচার বিভাগের পরিচালক মাহাদি-উজ-জামান। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি
×