ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশ গড়ায় নারীরা পুরুষের সহযোদ্ধা ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:২৩, ৯ মার্চ ২০১৮

দেশ গড়ায় নারীরা  পুরুষের সহযোদ্ধা ॥  চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আন্তর্জাতিক নারী দিবস নারী জাতির জন্য একটি অর্থবহ গৌরবের দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী পুরুষের সমতা আনায়নে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নানামুখী আইন প্রণয়ন ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। দেশ গড়ার ক্ষেত্রে নারীরা পুরুষের সহযোদ্ধা। বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, বিচার, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নারীর সফল অংশগ্রহণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা প্রশংসনীয়। নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ রূপকল্প ২০২১ এবং ২০৪১ সফলভাবে বাস্তবায়নে সক্ষম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতার ভিত্তিতে নারীদের সর্বক্ষেত্রে সমঅংশীদারিত্ব নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নারী উন্নয়নের ভূয়সী প্রশংসা করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও সরকারের ভিশন অনুযায়ী নানাক্ষেত্রে নারীদের প্রাধান্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নগরভবন থেকে নগরীর প্রেসক্লাব চত্বর পর্যন্ত এক র‌্যালি অনুষ্ঠিত হয়। কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা অনুষ্ঠিত হয় চসিক বঙ্গবন্ধু চত্বরে। এতে আলোচনা করেন প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, জেসমিন পারভিন জেসি, আবিদা আজাদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা ও প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন প্রমুখ।
×