ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে প্রসূতির মৃত্যুতে বিক্ষোভ ॥ চিকিৎসক নার্সসহ আটক ৫

প্রকাশিত: ০৪:২২, ৯ মার্চ ২০১৮

না’গঞ্জে প্রসূতির  মৃত্যুতে বিক্ষোভ ॥ চিকিৎসক  নার্সসহ আটক ৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর ডন চেম্বার এলাকায় মেডিস্টার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় ঝুমা আক্তার (২৪) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙ্চুর করেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসক ডাঃ অমল কুমার, ডাঃ বদরুদ্দোজা, নার্স লাকী ও ঝর্ণাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। নিহতের স্বজনদের অভিযোগ, সিজারের পর রোগীর জরায়ুর সমস্যার কারণে তাকে পর পর তিনবার অপারেশন করা হয়। চিকিৎসকদের ভুল চিকিৎসায় ৪ ঘণ্টা আগে রোগী মারা গেলেও তার মৃত্যুর বিষয়টি গোপন রেখে ৪ ব্যাগ রক্ত আনানো হয়। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন স্বজনরা। এ সময় রোগীর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাংচুর চালায় এবং বিক্ষোভ প্রদর্শন করে। রোগীর দেবর শাহেদ বলেন, আমরা বারবার বলেছি যদি আপনারা না পারেন রোগীকে ছেড়ে দেন, আমরা ঢাকা নিয়ে যাই। তারপরও তাকে হাসপাতালে রেখে ভুল চিকিৎসা করা হয়েছে। ভাবী মারা যাওয়ার ৪ ঘণ্টা পর আমাদের মৃত্যুর খবর জানানো হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন জানান, মেডিস্টার জেনারেল হাসপাতালে ডেলিভারী রোগীর সিজারের পর মৃত্যু হয়েছে। আমরা আসার আগে রোগীর আত্মীয়-স্বজনরা বিক্ষোভ ও কিছুটা ভাংচুর করেছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকসহ ৫ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় রোগীর পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে।
×