ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী দিবসে শিক্ষিকাসহ তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২১, ৯ মার্চ ২০১৮

নারী দিবসে শিক্ষিকাসহ তিন লাশ উদ্ধার

রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর ডিগ্রী কলেজের নারী প্রভাষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক নারী দিবস’র সকালে পুলিশ তার শোয়ার ঘর থেকে লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি নাছিম আহমেদ। নিহতের নাম সামছুুন নাহার। তিনি তাহেরপুর ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক ছিলেন। তার বাড়ি তাহেরপুর পৌরসভার পাবনাপাড়া এলাকায়। নাহার তাহেরপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আবেদ আলী মৃধার মেয়ে ও তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুরের বোন। নিহত নাহারের স্বামী সাইফুল ইসলাম তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। ওসি নাছিম আহমেদ বলেন, কিভাবে নাহারের মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে নাহারের পিঠে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার ঘরে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল তার স্ত্রী নাহারকে মারধর করার কথা স্বীকার করেছেন। পরে সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয় বলে জানান ওসি। . নাটোর নাটোরের নলডাঙ্গা থেকে শান্ত (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে উপজেলা তেঘোর দিয়ারপাড়া মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্ত একই উপজেলার মির্জাপুর দীঘা গ্রামের তেঘোর পাড়ার জয়নাল আবেদিনের ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ও শান্তর মামা বাদল হোসেন জানান, বুধবার সন্ধ্যার আগে একই গ্রামের শোকার ছেলে আঃ রশিদ (২৩) বেড়াতে যাওয়ার নাম করে শান্তকে ডেকে নিয়ে যায়। কিন্তু সন্ধ্যার অনেক পরেও শান্ত বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন রশিদকে শান্তর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এসময় শান্ত আগেই বাড়ি ফিরেছে বলে জানায় রশিদ। তার কথায় সন্দেহ হলে তখনই গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ৯টার দিকে পাশের মাঠ থেকে শান্তর মরদেহ উদ্ধার করে পুলিশ এবং রশিদকে আটক করে থানায় নিয়ে যায়। . বাঁশখালী বঙ্গোপসাগরের বাঁশখালী-কুতুবদিয়া মোহনার ছনুয়া জেটিঘাট এলাকায় ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে সাগরে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বাঁশখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্টের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
×