ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ৪০

প্রকাশিত: ০৪:১৯, ৯ মার্চ ২০১৮

বোয়ালমারীতে দুই  গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ৪০

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৮ মার্চ ॥ বোয়ালমারী উপজেলায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের কথা কাটাকাটির জেরে পরমেশ্বরদী ইউনিয়নের পুতুমতিপাড়া ও পাশের রুপাপাত ইউনিয়নের তেতুলিয়া গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টায় এ সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে এক এসআই ও দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছে কমপক্ষে ৪০জন। স্থানীয় থানা পুলিশ শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ৮জনকে আটক করেছে। আহতরা বোয়ালমারী ও পাশের আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে গ্রেফতারের ভয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। জানা যায়, ওই দিন পুতুমতিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ সময় ওই স্কুলের দুই গ্রামের শিক্ষার্থীদের আগে-পরে গান গাওয়াকে কেন্দ্র করে তেতুলিয়ার জাহিদ খালাসি গ্রুপ ও পুতুমতিপাড়া বিল্লাল ফকির পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর ফাঁড়ি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এ সময় এসআই সিরাজুল ইসলাম, কনস্টেবল গফফার মোল্যা ও লিয়াকত আলী আহত হয়। পরে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শর্টগানের ৭ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদ খালাসি গ্রুপের পুতুমতিপাড়া গ্রামের মনিরুজ্জামান, আলামিন ও বিল্লাল ফকির গ্রুপের তেতুলিয়া গ্রামের আমিনুল মুন্সি, সাইফুল ও দুলাল মোল্যাকে আটক করে।
×