ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৮, ৯ মার্চ ২০১৮

সাংবাদিকের ওপর  হামলার প্রতিবাদে  মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ৮ মার্চ ॥ শাল্লা উপজেলার হাওড় রক্ষা বাঁধের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক বিপ্লব রায়ের পর অতর্কিত ছুরিকাঘাত করেছে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিসহ কতিপয় দুর্বৃত্ত। এরই প্রতিবাদে সুনামগঞ্জ ইয়াং জার্নালিস্টের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে সাংবাদিক শহীদ নুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোয়েব চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান তারেক (যমুনা টিভি), আব্দুস সালাম (একুশে টিভি) ইয়াং জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান পীর, সাধারণ সম্পাদক রুজেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনার সংযোগস্থল এই মাদারীয়া বাঁধ। এই তিন জেলার ফসল রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁধের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিক বিপ্লবের ওপর ন্যক্কারজনক হামলা চালায় সন্ত্রাসীরা। বক্তারা বলেন, আগামী তিন দিনের মধ্যে এইসব চিহ্নিত সন্ত্রাসী লুটেরাবাহিনীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা না হলে আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে সাংবাদিকরা। এ সময় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন। উপস্থিত ছিলেন ইয়াং জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফুয়াদ মনি, ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, আলাউর রহমান, সমুজ আলী, আব্দুল আজিজ, নেছার আহমদ শফিক প্রমুখ।
×