ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজালালের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৮:০৬, ৮ মার্চ ২০১৮

শাহজালালের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানা তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিমান বন্দর থানায় ওই জিডিতে তিনি উল্লেখ করেছেন গত কয়েক দিন থেকে তিনি হত্যার হুমকি পাচ্ছিলেন। এছাড়া নিজের চলন্ত প্রাইভেট কারে থাকা অবস্থায় গাড়ির একটি চাকা খুলে যায়। চাকা খুলে যাওয়ার ঘটনাকে প্রাণনাশের ষড়যন্ত্র উল্লেখ করা হয়েছে জিডিতে। এ বিষয়ে বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, কে বা কারা তাকে কয়েকদিন ধরে ফোনে হুমকি দিয়েছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। অভিযোগ আমলে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। রাশিদা সুলতানা বলেন, বেশ কিছুদিন ধরে আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। বিষয়টি আমলে নেইনি। কিন্তু আজ (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে অফিসে যাওয়ার পথে আমার গাড়ির চাকা খুলে যায়। অথচ মাত্র ১৫ দিন আগে এসব নতুন চাকা লাগানো হয়েছে। নাশকতার উদ্দেশে চাকার নাট-বল্টু ঢিলে করে দিয়ে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেই আমি মনে করি। এ অবস্থায় জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। এ কারণে আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
×