ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খোকন ভূঁইয়া

নিকৃষ্ট অভিনেতা টম ক্রুজ

প্রকাশিত: ০৬:৩৭, ৮ মার্চ ২০১৮

 নিকৃষ্ট অভিনেতা  টম ক্রুজ

সারা বিশ্বের সুন্দরীদের হৃদয় হরণ করা ভুবন ভোলানো অকৃত্রিম হাসির অধিকারী ‘টম ক্রুজ’ একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। তিনি তিনবার একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন পান। তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন। পিপল ম্যাগাজিনে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দর ব্যক্তির মর্যাদা লাভ করেন। ১৯৯০, ১৯৯১ এবং ১৯৯৭ সালে তিনি ৫০ ব্যক্তির একজন হিসেবে নির্বাচিত হন। ১৯৯৫ সালে এম্পায়ার ম্যাগাজিন তাকে চলচ্চিত্রের ইতিহাসে ১০০ জন আবেদনময় পুরুষ তারকার তালিকায় স্থান দেয়। এর দু’বছর পর পত্রিকাটি সর্বকালের সেরা ৫ জনের তালিকায় অন্তর্ভুক্ত করে টম ক্রুজকে। ২০০২ এবং ২০০৩ সালে তিনি প্রিমিয়ার ম্যাগাজিনের বার্ষিক আকারে প্রকাশিত পাওয়ার হান্ড্রেড তালিকার শীর্ষ ২০-এ স্থান পান। ২০০৬ সালে প্রিমিয়ার ম্যাগাজিন টম ক্রুজকে হলিউডের সবচেয়ে ক্ষমতাধর অভিনেতা হিসেবে মনোনীত করে। তিনি ম্যাগাজিনের পাওয়ার হান্ড্রেড তালিকার ত্রয়োদশ স্থান দখল করেন। একই বছর ফোর্বস সাময়িকী তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর চিত্র তারকার আসনে অধিষ্ঠিত করে। সম্প্রতি হলিউডের সবচেয়ে বাজে অভিনেতা রেজি এ্যাওয়ার্ড পেলেন টম ক্রুজ! হলিউডের যেসব ছবি ও যেসব তারকার কাজ দেখে দর্শকরা জিহ্বায় কামড় দিয়ে থাকেন, তাদের হজম করতে হয় রেজি এ্যাওয়ার্ড। কারণ এতে জানা যায় তারকাদের আসল অবস্থা। ২০১৭ সালে হলিউডের সবচেয়ে বাজে অভিনেতা হয়েছেন সুপার স্টার টম ক্রুজ। ‘দ্য মমি’র রিমেকে মার্কিন সেনা সার্জেন্ট চরিত্রে অভিনয়ের কারণে তার মুখচুন হয়েছে। অস্কারের একদিন আগে গত শনিবার ৩ মার্চ যুক্তরাষ্ট্রে লস এ্যাঞ্জেলসের প্যালেস থিয়েটারে ঘোষণা করা হয় ৩৮তম গোল্ডেন র‌্যাস্পবেরি এ্যাওয়ার্ড তথা রেজি বিজয়ীদের নাম। এর মাধ্যমে বাজে কাজ করা তারকাদের উপহাস করা হয়। টম ক্রুজের ছবিটি মুক্তির পর সমালোচকরাও ধুয়ে দিয়েছিলেন। তাদের মন্তব্য ছিল, শূন্য মস্তিষ্ক থেকে তৈরি হয়েছে এটি! কেউ কেউ বলেছিলেন, টম ক্রুজ নিজেই মমি চরিত্রে অভিনয় করলে তার চোখ-মুখ কাপড়ে ঢাকা থাকত, তাহলে আর এমন পরিণতি হতো না! হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা টম ক্রুজ। দর্শকদের কাছে টম ক্রুজ মানেই অন্য রকম এক আকর্ষণ। বিশ্বজুড়ে অগণিত পাগলপারা ভক্ত মুখিয়ে থাকেন তার নতুন ছবির জন্য। যার ফলে তিনি যখন কোন ছবিতে অভিনয় করেন সে ছবিকে ঘিরে আগ্রহের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। এবারের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে মিশন ইমপসিবল। এই অভিনেতার নাম উচ্চারণ করলেই দর্শকের চোখে সবার আগে ভেসে ওঠে মিশন : ইম্পসিবলের কথা। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ৫টি ছবি মুক্তি পেয়েছে এই পর্যন্ত। ষষ্ঠ ছবিটির কাজ শুরু হয় গত বছর। কিন্তু শূটিংয়ের সময় আঘাতপ্রাপ্ত হন টম। যার কারণে থেমে যায় ছবিটির কাজ। অনেক দিন বিরতি দিয়ে আবারও শুরু হলো ‘মিশন : ইম্পসিবল-ফলআউট’ ছবির কাজ। ইনস্টাগ্রামের মাধ্যমে টম নিজেই জানালেন সেই খবর। গত ২৬ জানুয়ারি প্রথমবারের মতো ইনস্টাগ্রাম এ্যাকাউন্ট খুলে এই ছবির দুটি স্থিরচিত্র প্রকাশ্যে আনেন টম ক্রুজ। টম ক্রুজ জানান, আমরা ষষ্ঠ মিশন ইম্পসিবল নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনাদের আরও কিছু জানাতে মুখিয়ে আছি। তৈরি হোন। এবারের ছবিটি পরিচালনা করছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি। যিনি এই সিরিজের আগের পর্ব ‘মিশন : ইম্পসিবল-রোগ নেশন’ পরিচালনা করেছিলেন। আগের পর্বের মতো এই ছবিতেও রেবেকা ফার্গুসন, সিমন পেগ, ভিং র‌্যামস, শন হ্যারিস, এ্যালেক ব্যাল্ডউইন অভিনয় করছেন। এ ছাড়া নতুন করে যুক্ত হয়েছেন হেনরি ক্যাভিল, ভ্যানেসা কার্বি, এ্যাঞ্জেলা ব্যাসেট ও সিয়ান ব্রুক। জানা গেছে, আগামী ২৭ জুলাই প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘মিশন : ইম্পসিবল-ফলআউট।’ টম ক্রুজের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে রিস্কি বিজনেস, লিজেন্ড, টপ গান, দ্য কালার অব মানি, ককটেল, ডেজ অব থান্ডার, ফার এ্যান্ড এ্যাওয়ে, মিশন : ইম্পসিবল সিরিজ, আইজ ওয়াইড শাট, ভ্যানিলা স্কাই, স্পেস স্টেশন থ্রিডি, মাইনরিটি রিপোর্ট, দ্য লাস্ট সামুরাই, ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস, লায়ন্স ফর ল্যাম্বস, নাইট এ্যান্ড ডে, রক অব এজেস, জ্যাক রিচার, এজ অব টুমরো, দ্য মাম্মি।
×