ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেন্সর বোর্ডে বিজলী

প্রকাশিত: ০৬:৩৫, ৮ মার্চ ২০১৮

সেন্সর বোর্ডে বিজলী

তারুণ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা ববি। তিনি ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ : দ্য সার্চ’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর তার ‘দেহরক্ষী’, ‘ফুল এ্যান্ড ফাইনাল’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘রাজত্ব’, ‘হিরো : দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’ ও ‘স্বপ্নছোঁয়া’সহ আরও কিছু ছবি মুক্তি পায়। একাধারে মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী সব মিলিয়ে বর্তমান মিডিয়া পাড়ার আলোচনায় রয়েছেন তিনি। নিজস্ব অভিনয় দক্ষতায় ইতমধ্যে দর্শকদের হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন ববি। সম্প্রতি ববির হালচাল ও ‘বিজলী’ ছবি নিয়ে কথা হয় আনন্দকণ্ঠের সঙ্গে। বিগ বাজেটের ‘বিজলী’ ছবিটি ববির হোম প্রোডাকশন ববস্টার ফিল্মসের ব্যানার থেকে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির পরিবেশক হিসেবে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। সুপারহিরোর গল্প নিয়ে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও রয়েছে ছবিটি। এ ছবিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ছবিটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে কিছুটা হলেও এবার সব জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে। ‘বিজলী’ ছবিটি গত মঙ্গলবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। ছবিটি প্রিভিউ কমিটিতে বেশ প্রশংসিত হয়েছে। তবে এখন মুক্তির দিন ঠিক করা হয়নি! দর্শকরা কেমন উপভোগ করবে ‘বিজলী’ জানতে চাওয়া হয় ববির কাছে? উত্তর ববি বলেন, দেখুন আর কত পিছিয়ে থাকব। এখনই সময় উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার। তবে ভয় নয়, বিশ্বাস আছে দর্শকরা সানন্দেই গ্রহণ করবেন ছবিটি। কারণ গল্পটা সুপারওম্যান ধাঁচের হলেও খুব সাবলীলভাবেই উপস্থাপিত হয়েছে সিনেমায়। হলিউডে স্পাইডারম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওমেন আছে। এছাড়া বলিউডে আছে কৃশ। ইতোমধ্যে এই ছবির দুইটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে ‘পার্টি’ ও ‘উড়ে উড়ে মন’ গান দুইটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এরইমধ্যে ইউটিউব মাতাচ্ছে গান দুইটি। গানের কথাগুলো খুবই মিস্টি, ‘কী আদরে তুই আমারে বাঁধলি যতœ করে, এ মন উড়ে উড়ে গেল উড়ে।’ প্রকাশের প্রথম দিনের গানটি দেড় লাখের বেশি বার দেখা হয়েছে। গত বছরের শেষ দিকে ‘বিজলী’ ছবিটির ‘পার্টি পার্টি পার্টি’ গানটি বেশ আলোচিত হয়। ‘উড়ে উড়ে মন’ গানটি সর্ম্পকে ববি বলেন, ‘খুব মিষ্টি একটি গান। আর গানটির শূটিং হয়েছে ব্যাংককে। ছবিটি কেন বিশ্ব মানের মনে হলো জানতে চাইলে ববি বলেন, ‘আমি চলচ্চিত্র যতটা বুঝি তা হলো, একটি সিক্যুয়েন্স বাস্তব সম্মতভাবে ক্যামেরায় ধারণ করা। দেখে যেন মনে হয় এটা গল্প বা সিনেমা নয়। সেক্ষেত্রে আমার দেশে ছবি করতে গেলে শিল্পী, প্রযুক্তি, সময়, বাজেট যে কোন একটার অভাবে কোন রকমভাবে বা কিছুটা ফাঁকি দিয়ে শূটিং করি। এ কারণে ছবিটি পরিপূর্ণ হয় না। আমি আমার ছবিতে সবকিছু পরিপূর্ণ করতে চেষ্টা করেছি। অন্যদিকে আমাদের দেশে এমন ছবি এর আগে নির্মিত হয়নি। বাংলাদেশের প্রথম সুপার হিরো সিনেমা বিজলি। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ও তার লেখা গল্পে নির্মিত এই ছবিটি সুপারওম্যান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ববিকে। এখানে তার নায়ক কলকাতার রণবীর। যুক্তরাজ্য ও ভারত থেকে ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করানো হয়েছে। শূটিং করা হয়েছে ইউরোপ, আইসল্যান্ড, দার্জিলিংসহ কয়েকটি দেশে। বিজলি ছবিতে ববি-রণবীর ছাড়াও অভিনয় করেছেন কলকাতার শতাব্দী রায়। তিনি এই ছবিতে একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন। বিজলি ছবিতে ববি-রণবীর ছাড়াও অভিনয় করেছেন কলকাতার শতাব্দী রায়। তিনি এই ছবিতে একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশে শতাব্দী অভিনীত ছবি মুক্তি পেতে যাচ্ছে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, আহমেদ রুবেল ও শিমুল খান। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। ববি অভিনীত নতুন দুই ছবি ‘বেপরোয়া’ ও ‘নোলক’। এরইমধ্যে ছবি দুটির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। এরমধ্যে ‘নোলক’-এর প্রথম লুক প্রকাশের পর ববিকে নতুন সাজে দেখা যায়। ‘নোলক’ প্রসঙ্গে ববি বলেন, ছবির কাজ ভারতের রামুজি ফিল্ম সিটিতে হয়েছে। এ ছবির গল্পটি ভিন্ন ধরনের। অনেক আবেগ আছে এবং গানগুলোও বেশ বড় বাজেটের। আমার বিপরীতে শাকিব খান অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন ওমর সানী এবং মৌসুমী। এর আগেও শাকিবের সঙ্গে বেশ কয়েকটি কাজ করেছি আমি। তবে এ কাজটি সম্পূর্ণ আলাদা ধরনের। ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা। দেশী সব শিল্পীকে প্রাধান্য দিয়ে ছবির কাজ হয়েছে। যতদূর জানি গানগুলোও গেয়েছেন দেশী শিল্পীরা। এ বিষয়টি বেশ ভাল লেগেছে আমার। এর বাইরে ক’দিন আগে ‘বেপরোয়া’ নামে আরেকটি ছবির গানের শূটিংয়ে অংশ নেবেন ববি। ছবিতে তার বিপরীতে রয়েছেন রোশান। এ ছবিটি নিয়ে ববি বলেন, এটাও ভিন্ন ধাঁচের গল্পের ছবি। এ্যাকশন-রোমান্স সবই থাকছে। সামনে গানের শূটিংয়ে ৯-১০ দিনের জন্য ব্যাংকক থাকতে হবে। কলকাতায় পোস্টার ও ডাবিংয়ের কাজ করা হয়েছে। ছবিটি পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। তার সঙ্গে আমার প্রথম কাজ হলেও আমাদের সবার সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে ছিলেন তিনি। ছবি : আরিফ আহমেদ
×