ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ধানের রোগ দমনে প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:২৬, ৮ মার্চ ২০১৮

ধানের রোগ দমনে প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৭ মার্চ ॥ বুধবার কেশবপুরে ‘ধানের ব্লাস্ট রোগ পরিচিতি ও দমন ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবর্তিতে জলবায়ুতে ধানের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, ব্রি-র সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোঃ ইব্রাহিম, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোনতাসির আহমেদ প্রমুখ।
×