ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে পেট্রোল পাম্পের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:২৬, ৮ মার্চ ২০১৮

পঞ্চগড়ে পেট্রোল পাম্পের ছাদ ধসে ৩ শ্রমিকের  মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় ফিলিং স্টেশন নামে নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও ৬ শ্রমিককে উদ্ধার করার পর গুরুতর ৩ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য ৩ জনকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে। নির্মাণ কাজের প্রধান মিস্ত্রি সেলিম ছাদটি ধসে পড়ার পর পরই গা ঢাকা দিয়েছে। ছাদের নিচে মৃত বা জীবিত কেউ আছে কিনা উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কিছুই বলতে পারছেন না। নিহত শ্রমিকরা হলেন- পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাসী গ্রামের আক্কাস আলীর ছেলে গোলাম মাওলা লিটন (৩৫), চাঁনপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে বাবু (২৬) এবং দর্জিপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে সাজু (৩৫)। এদের মধ্যে নিহত শ্রমিক বাবু নিহত লিটনের সম্পর্কে ভাগ্নি জামাই। মর্মান্তিক এই দুর্ঘটনাটি বুধবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক সংলগ্ন খোলাপাড়া খানপুকুর এলাকায় ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু হিরণ নামে এক পেট্রোল পাম্প মালিক খোলাপাড়া খানপুকুর এলাকায় আরও একটি পেট্রোল পাম্পের ছাদ ঢালাই দিচ্ছিল।
×