ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ ডেস্ক ॥ বুধবার সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ঘিরে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ

প্রকাশিত: ০৬:২৫, ৮ মার্চ ২০১৮

মুক্তিযুদ্ধের চেতনায়  দেশ গড়ার শপথ

চট্টগ্রাম চট্টগ্রামে এবার ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে স্বাধীনতা দিবসের আমেজে। বঙ্গবন্ধুর দিক নির্দেশনামূলক এ ভাষণটি জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় এবারের আনুষ্ঠানিকতা ছিল অন্যান্য বছরের তুলনায় ব্যাপক। বুধবার ভোর থেকেই নগরী ও জেলার স্কুল-কলেজ, হাট-বাজার, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বাজতে থাকে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের সেই ভাষণ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল বিশেষ কর্মসূচী। আলোচনা সভা এবং আয়োজন থেকে উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ। ঐতিহাসিক ৭ মার্চে বিভিন্ন দল, সংগঠন ও প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। দিনভর ছিল নানা আয়োজন। নগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং নেতৃবৃন্দ। বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আদর্শিক চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এছাড়া যুবলীগ এবং ছাত্রলীগের উদ্যোগেও পৃথক কর্মসূচী ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং চট্টগ্রাম ভেরেটরিনারি বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে দিবসটি বিশেষ মর্যাদায় পালিত হয়। চবি কর্মসূচীর মধ্যে ছিল সকাল ১০টায় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা। . খুলনা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার খুলনায় আওয়ামী লীগ উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, প্রত্যেক ওয়ার্ড ও থানা কার্যালয়ে বঙ্গন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বিকেলে নগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। এতে নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে খুলনা জেলা তথ্য অফিস সকালে খুলনা জিলা স্কুল মিলনায়তনে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিও প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এবং দিনব্যাপী মাইকযোগে খুলনা মহানগর ও জেলা তথ্য অফিস প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। . বরিশাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের দিনটি স্মরণে বরিশালে বিভিন্ন কর্মসূচির পালিত হয়েছে। বুধবার সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, এরপর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া দিনটি স্মরণে বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। . রাজশাহী নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় রাজশাহীতে এবার উৎসবের আমেজে উদযাপন করা হয় দিবসটি। বুধবার সকাল থেকে দিনভর কর্মসূচি পালন করে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ। এছাড়া আলাদাভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী কলেজসহ মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে এবার পালন করা হয় ঐতিহাসিক এই দিনটি। আওয়ামী লীগ নগরীর প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। . রংপুর ঐতিহাসিক ৭ মার্চ রংপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচী মধ্যে দিয়ে পালন করেছে। বুধবার সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৭.১০ বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্প মাল্যদান, ৯টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেছে । এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল প্রমুখ উপস্থিত ছিলেন । . সিরাজগঞ্জ ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে জেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সকল সংগঠন। সকালে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে পৌর ভাসানী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানে সেলিনা বেগম স্বপ্না এমপি, কেএম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, শামসুজ্জামান আলো, আনোয়ার হোসেন ফারুক, হেলাল উদ্দিন, দানিউল হক দানী , হাসনা হেনা রুমানা রেশমা প্রমুখ বক্তব্য দেন। . বগুড়া গত বছর জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে জাতিসংঘের ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় বগুড়ায় এবারের ৭ মার্চ দিবসটি পালিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সমর্থকরা মিছিল করে কেন্দ্রস্থল সাতমাথায় সমবেত হয়। এরপর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেন্দ্রস্থল সাতমাথায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। জেলা প্রশাসন জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করে। জেলা শিশু একাডেমি শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে। এই দিবসে নগরীর বিভিন্ন পয়েন্টে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের গান প্রচার করা হয়। এই দিন বিকেলে সারিয়াকান্দি উপজেলা হাইস্কুল মাঠে এক জনসভায় ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান। . ফরিদপুর নানা আয়োজনে বুধবার ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি দেয়ার পর এই প্রথম এ দিনটি পালিত হলো। বুধবার বিকেলে জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিকেলে সাড়ে চার টার দিকে এ শোভাযাত্রাটি শহরের গোল পুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়। এছাড়া সাতই মার্চের ভাষণদানরত বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন আলোকচিত্র প্লাকার্ড হিসেবে বহন করে। পরে কবি জসীমউদ্দীন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। . লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় চত্বরে ৭ মার্চ উপলক্ষে লালমনিরহাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। ৭ মার্চ উপলক্ষে শহরে ও জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার শহরে ও গ্রামে-গঞ্জে এবং অলিতে-গলিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দেয়া ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণটি নেতা কর্মীরা সারাদিন মাইকে বাজিয়েছে। জেলা শহরে সন্ধ্যা জনসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। . চাঁপাইনবাবগঞ্জ সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠন দিনের কর্মসূচী পালন করে। পরে, পৌর আওয়ামী লীগ ও জেলা মহিলা যুবলীগের নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, যুব মহিলা লীগের জেলা সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান আরমান প্রমুখ। . টাঙ্গাইল টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ভাষণ দিবস পালন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুস্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারীদের স্মরণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। . জামালপুর জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাতটায় জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ৭ মার্চ উপলক্ষে বুধবার সন্ধ্যা সাতটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অপরদিকে বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের দয়াময়ী মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সেখানে তথ্যমেলার মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও তাঁর জীবনালেখ্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম হীরা। . নাটোর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক সাত মার্চ কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নাটোর পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্মমাল্য অর্পণ করেন নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অপরদিকে, দিবসটি উপলক্ষে শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। . মাগুরা নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। ৭ মার্চ উপলক্ষে বুধবার সকাল ১১টায় মাগুরা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনগুলো শহরে র‌্যালি এবং সমাবেশ করেছে। ৭ মার্চ উপলক্ষে জামরুলতলা দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে শহরের ভায়না মোড়ে সমাবেশে অনুষ্ঠিত হয় । জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মেহেদী হাসান সালাউদ্দিন, যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল প্রমুখ। . সাভার নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, বুধবার সকালে পৌর এলাকার গেন্ডা রাজাবাড়ি এলাকার ‘লাইফ লাইন এক্সেসরিজ’ নামক কারখানায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, ওই সুতার ফিতা তৈরির কারখানায় ওই সময় কাজ করছিল ১৩ শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে আগুনে ওই কারখানার মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হয় ৫ শ্রমিক। . নড়াইল নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিশু একাডেমি কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক শিশু ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী প্রমুখ। . শরীয়তপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। বুধবার জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিজ্ঞ পিপি মীর্জা হজরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন কোতোয়াল প্রমুখ। পূর্বাহ্নে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে এবং দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। . নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ১১টায় বের করা হয় আনন্দ মিছিল। মিছিলে নেতৃত্ব দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মেয়র নজরুল ইসলাম খান, অধ্যাপক ভজন সরকার, এ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল, ইফতেকার উদ্দিন তালুকদার মাসুদ, সাবেক ভিপি শামছুর রহমান লিটন, চিত্রনায়ক রানা হামিদ প্রমুখ। . নীলফামারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে নীলফামারীতে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে পথসভায় মিলিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হকের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্ধণ, সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা, আইন বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। এরআগে সকালে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। . কুড়িগ্রাম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। দুপুরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু ম-লের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জিল্লুর রহমান টিটু, জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুজ্জামান রাকিব,সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি প্রমুখ। . ঝিনাইদহ বুধবার সকাল ১১ টার দিকে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাইসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ সুনামগঞ্জে নানা কর্মসূচী পালন করছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বুধবার দুপুরে খ- খ- মিছিল সহকারে বিভিন্ন সংগঠন শহরের আলফাত উদ্দিন স্কয়ারে মিলিত হয়ে আনন্দ শোভাযাত্রা করে। পরে আলফাত উদ্দিন স্কয়ারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। . গাজীপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়া উপলক্ষে বুধবার গাজীপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত ব্যতিক্রমধর্মী আলোচনা সভায় প্রাথমিক শিক্ষা স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর আলোচনা করে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী মেজাম্মেল হক।
×