ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এনজিওকর্মী বাসন্তী রাণীর শিকলে বাঁধা জীবন

প্রকাশিত: ০৬:২২, ৮ মার্চ ২০১৮

 এনজিওকর্মী বাসন্তী  রাণীর শিকলে  বাঁধা জীবন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ শিকলে বাঁধা এক এনজিও কর্মীর। চুরির অপরাধে বাসন্তী রাণী (৩১) নামের ওই এনজিও কর্মীকে এক যুগ ধরে পায়ে শিকল দিয়ে গাছে বেঁধে রাখা হয়েছে। শিকলে বাঁধা অবস্থায় খাওয়া-দাওয়া ও প্রাকৃতিক কাজও করতে হয়। তরুণ বয়স থেকে বেঁধে রাখায় বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে অজুহাত দেখানো হয়েছে, তাকে ছেড়ে দিলেই মানুষের বাড়ির জিনিসপত্র চুরি করে অথবা কারও চুরি হলে তাকেই চোর স্বাবস্ত করা হয়। বাসন্তী রাণী দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট ডাঙ্গাপাড়া এলাকার হরিপদ কর্মকারের বড় মেয়ে। স্থানীয়রা জানায়, লক্ষীরহাট ডাঙ্গাপাড়া এলাকার হরিপদ কর্মকারের দুই মেয়ে এক ছেলের মধ্যে বাসন্তী রাণী দ্বিতীয়। হরিপদ কর্মকার পেশায় একজন কামার। ৮ শতক জমিতে ভিটে বাড়িটি তার সহায় সম্বল। ২০০৫ সালে বাসন্তীর বড়বোন গীতা রাণী মুসলিম ধর্মের এক ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করে। পরে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে মারা যায় বড়বোন গীতা। সে সময় অষ্টম শ্রেণীতে লেখাপড়া করত বাসন্তী রাণী। বড় বোনের এমন ঘটনায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন বাসন্তী রাণী। এরপর একটি বেসরকারী প্রতিষ্ঠানে (ব্র্যাক) কিশোরী স্বাস্থ্য পরিচর্যা সংক্রান্ত প্রকল্পে চাকরিও নেন। পরে রাজশাহীতে চলে যান ট্রেনিংয়ে। এক মাস ট্রেনিং শেষ করে বাড়ি ফিরে তার মধ্যে অস্থিরতা লক্ষ্য করেন পরিবারের সদস্যরা।
×