ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালের ১৭ রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৬:২১, ৮ মার্চ ২০১৮

 বরিশালের ১৭ রুটে বাস চলাচল  বন্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ট্রাফিক পুলিশের সার্জেন্ট রূপাতলী বাস শ্রমিকদের গালিগালাজ করার প্রতিবাদে অভ্যন্তরীণ ১৭ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আকস্মিক বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চরমোনাই মাহফিলে আসা মুসল্লিসহ সাধারণ মানুষ। বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সকালে বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক সার্জেন্ট নাঈম হোসেন এসে অহেতুক শ্রমিকদের গালিগালাজ করেন। এমনকী তিনি শ্রমিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এ ঘটনার প্রতিবাদে ১৭ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরবর্তীতে বিকেল তিনটার দিকে বাস মালিক ও বাস শ্রমিক ইউনিয়নের যৌথ আলোচনায় বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে এবং যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।
×