ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঠিয়ায় আড়াই মাস পর তৌহিদ হত্যার রহস্য উন্মোচন

প্রকাশিত: ০৬:২০, ৮ মার্চ ২০১৮

 পুঠিয়ায় আড়াই মাস পর তৌহিদ হত্যার রহস্য উন্মোচন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে আড়াই মাস পর তৌহিদুল ইসলাম হত্যাকান্ডের রহস্য উন্মোচন হয়েছে। নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরই হত্যার রহস্য বেরিয়ে এসেছে। তাহমিনা আক্তার (৩০) নামের এই নারী জানিয়েছেন, পরকীয়া প্রেমের জন্য তার স্বামী তৌহিদুল ইসলামকে (৩৫) শ্বাসরোধ করে হত্যা করা হয় । নিহত তৌহিদুল পুঠিয়া উপজেলার চকদোমাদি গ্রামের তৈয়ব আলীর ছেলে। গত বছরের ২৩ ডিসেম্বর বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তখন পরিবারের পক্ষ থেকে বলা হয়, তৌহিদুল আত্মহত্যা করেছেন। তবে শেষ পর্যন্ত পুলিশ এর রহস্য উদ্ঘাটন করেছে। এ ঘটনায় তাহমিনা ছাড়াও গ্রেফতার করা হয়েছে তার পরকীয়া প্রেমিক সুমন আলী (৩২) ও সুমনের ভাই সুজন আলীকে (২৫)। সুমন একই গ্রামের মোমিন আলীর ছেলে। মঙ্গলবার রাতে তাদের নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠান হয়েছে। পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া বলেন, তোহিদুলের লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। তবে লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে।
×