ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় এসআইসহ ৬ পুলিশ সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৬:২০, ৮ মার্চ ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায়  এসআইসহ ৬  পুলিশ সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবা থানা পুলিশের সাব ইন্সপেক্টরসহ ৬ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদক দ্রব্যের একটি চালান আত্মসাতের ঘটনায় কসবা থানায় ৪ কর্মকর্তাসহ ৬ জন পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনিক কারণে তাদের সাময়িক সাসপেন্ড করা হয়েছে। এরা হলো কসবা থানার সাব ইন্সপেক্টর শ্যামল মজুমদার ও মনির হোসেন, এএসআই ফারুক ও সালাউদ্দিন, কনস্টেবল শাহজাহান ও কাসেম। পুলিশের সূত্র জানায়, মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে ২টি প্রাইভেটকারে বিপুল পরিমাণ মাদকসহ উদ্ধার করে তারা। এতে গাঁজাসহ বিভিন্ন মাদক ছিল। মাদক চালান উদ্ধার পরবর্তীতে তাদের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসন জানিয়েছেন প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত মাদক দ্রব্য আত্মসাতের প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার প্রতিবেদন দেয়া হবে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। সাময়িক বরখাস্তকৃতদের মঙ্গলবার রাতেই প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নেয়া হয়েছে।
×