ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে হত্যা মামলায় একজনের ফাঁসি ॥ দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:১৭, ৮ মার্চ ২০১৮

বরিশালে হত্যা মামলায় একজনের ফাঁসি ॥ দুইজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আলোচিত খাদেম সরদার হত্যা মামলায় এক জনের ফাঁসি এবং অপর দুই জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশের রায় ঘোষণা করেছেন আদালতের বিচারক। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই দন্ডাদেশ প্রদান করেন। ফাঁসির দ-প্রাপ্ত আসামি হলো- জেলার গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের মৃত শফিজউদ্দিন মৃধার পুত্র সাবেক ইউপি সদস্য নান্নু মৃধা (৪০)। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলো- ফাঁসির দন্ডপ্রাপ্ত নান্নুর ভাই মাদক সম্রাট সেন্টু মৃধা (৩৫) ও ধানডোবা গ্রামের ফানুস মৃধার পুত্র আলাম মৃধা (৩৭)। জানা গেছে, দন্ডপ্রাপ্তরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। স্থানীয় সরদার বাড়ি সংলগ্ন আল আকসা জামে মসজিদ কমিটির সদস্যরা তাদের মাদক ব্যবসা বন্ধ করার জন্য বাধা প্রদান করেন এবং পরবর্তীতে আইনের আশ্রয় নেয়ার হুমকি দেন। এর কিছুদিন পর দন্ডপ্রাপ্তদের বাড়িতে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এতে মসজিদ কমিটির সদস্যদের ওপর ক্ষিপ্ত হয় দন্ডপ্রাপ্তরা। এছাড়া মামলার বাদী পক্ষের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধও রয়েছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন ২০১৪ সালের ১৩ অক্টোবর রাত সোয়া আটটার দিকে সরদার বাড়ি সংলগ্ন খালপাড়ে মামলার বাদী নন্দনপট্টি গ্রামের বাসিন্দা ও আল আকসা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম সরদার, তার বাবা ওই মসজিদ কমিটির সহ-সভাপতি খাদেম সরদার ও ভাই আসলাম সরদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে দন্ডপ্রাপ্তরা হামলা চালায়। মামলার বাদী প্রাণে রক্ষা পেলেও ঘটনাস্থলেই তার বাবা খাদেম সরদার নিহত এবং আসলাম সরদার গুরুতর আহত হয়ে পরবর্তীতে পঙ্গুত্ব বরণ করেন।
×