ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তিতে সময় পেল সিএসই

প্রকাশিত: ০৬:১২, ৮ মার্চ ২০১৮

কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তিতে সময় পেল সিএসই

কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি সম্পন্ন করার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষকে ১ বছর সময় বাড়িয়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে। বুধবার বিএসইসির ৬৩৩তম কমিশন সভায় এই সময় বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সিএসই কর্তৃপক্ষকে আগামী ২০১৯ সালের ৮ মার্চের মধ্যে কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার জন্য সময় বাড়ানো হয়েছে। এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন আইন ২০১৩ এর ১৪ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে, কমিশন এই সময় বাড়িয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×