ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুকেশ আম্বানি শীর্ষ ভারতীয় ধনী

বিশ্বে ধনীর তালিকায় শীর্ষে জেফ বেজোস

প্রকাশিত: ০৬:১০, ৮ মার্চ ২০১৮

বিশ্বে ধনীর তালিকায় শীর্ষে  জেফ বেজোস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের ধনকুবেরদের তালিকায় এবারও শীর্ষে উঠে এসেছে মুকেশ আম্বানির নাম। আর বিশ্বের মধ্যে ১৯ নম্বরে আছে ভারতের এই বিজনেস ম্যাগনেটের নাম। আর বিশ্বের সর্বোচ্চ ধনীর তালিকায় ১ নম্বরে রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মঙ্গলবার ফোর্বস ম্যাগাজিন এই তালিকা প্রকাশ করে। এই তালিকায় নাম রয়েছে ১২১ জন ভারতীয়র। তবে ধনকুবেরদের এই তালিকায় সবচেয়ে ধনী ভারতীয় হলেন মুকেশ আম্বানি। তার মোট সম্পত্তির পরিমাণ ৪০ দশমিক ১ লাখ কোটি মার্কিন ডলার। ২০১৭ সালে এই তালিকায় নাম ছিল ১০২ জন ভারতীয় ধনকুবেরের। বিশ্বজুড়ে যে ২২০৮ ধনকুবেরের নাম ফোর্বসের তালিকায় রয়েছে, তার মধ্যে ১৯ নম্বরে রয়েছেন ভারতের এই বিজনেস ম্যাগনেট। ২০১৭ সালে তিনি এই তালিকায় ৩৩ নম্বর স্থানে ছিলেন। তার সম্পত্তির পরিমাণ ছিল ২৩ দশমিক ২ লাখ কোটি মার্কিন ডলার। ধনী ভারতীয়দের তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে আজিম প্রেমজির। ২০১৭ সালে তিনি ফোর্বসের তালিকায় বিশ্বের ৭২তম ধনী ব্যক্তি ছিলেন। সেই সময়ে তার সম্পত্তির পরিমাণ ছিল ১৪ দশমিক ৯ লাখ কোটি মার্কিন ডলার। তবে এ বছর তার রেঙ্কিং ৫৮। সম্পত্তির পরিমাণ ১৮ দশমিক ৮ লাখ কোটি মার্কিন ডলার। ভারতীয় হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন লক্ষ্মী মিত্তাল। তবে ফোর্বসের তালিকায় বেশ খানিকটা নিচে নেমে গেছেন তিনি। ২০১৭ সালে যেখানে তিনি ৫৬ নম্বরে ছিলেন, সেখানে ২০১৮ সালে তিনি নেমে গিয়েছেন ৬২ নম্বরে। তার সম্পত্তির পরিমাণ অবশ্য গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। বর্তমানে মিত্তালের সম্পত্তির পরিমাণ ১৮ দশমিক ৫ লাখ কোটি মার্কিন ডলার। ভারতের সর্বোচ্চ ধনী নারী হিসেবে ফোর্বসের তালিকায় নাম রয়েছে সাবিত্রী জিন্দলের। বিশ্ব রেঙ্কিংয়ে তিনি ১৭৬ নম্বরে রয়েছেন। তার সম্পত্তির পরিমাণ ৮ দশমিক ৮ লাখ কোটি মার্কিন ডলার। ফোর্বস-এর এই তালিকায় দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে আমেরিকার নাম। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ২০১৮ সালের এই তালিকায় রয়েছে আরও একটি পরিবর্তন। বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে বিল গেটস ও ওয়ারেন বাফেটকে অনেকটাই পিছনে ফেলে এক নম্বরে চলে এসেছেন অ্যামাজন-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পত্তির পরিমাণ ১১২ লাখ কোটি মার্কিন ডলার। বর্তমানে বিল গেটসের সম্পত্তির পরিমাণ ৯০ লাখ কোটি মার্কিন ডলার এবং ওয়ারেন বাফেটের ৮৪ লাখ কোটি মার্কিন ডলার। ২০১৭ সালে অবশ্য তৃতীয় স্থানে ছিলেন জেফ। প্রথম ও দ্বিতীয় স্থানে ছিলেন যথাক্রমে বিল গেটস ও ওয়ারেন বাফেট।
×