ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুটবলের সেমিতে ঢাকা রংপুর

বাংলাদেশ যুব গেমস

প্রকাশিত: ০৫:৩৯, ৮ মার্চ ২০১৮

বাংলাদেশ যুব গেমস

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবল ডিসিপ্লিন দিয়ে বুধবার শুরু হয়েছে বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ঢাকা ও রংপুর বিভাগ। তরুণদের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ঢাকা বিভাগ ৫-০ গোলে বরিশাল বিভাগকে হারিয়ে সেমিতে ওঠে। মারুফ আহমেদ এবং জয়চন্দ্র বর্মন জোড়া গোল করেন। অপর গোলটি করেন তোহিদুল ইসলাম হৃদয়। অপর ম্যাচে রংপুর ৪-২ গোলে ময়মনসিংহকে হারিয়ে সেমিতে ওঠে। বিজি দলের আরিফ হোসেন জোড়া গোল করেন। বিজয়ী দলের ওমর ফারুক জোড়া গোল করেন। ১টি করে গোল করেন আপন চন্দ্র এবং মেরাজুল ইসলাম ইরফান। বৃহস্পতিবার থেকে শূটিং শুরু ॥ আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ফুটবলের পর প্রতিযোগিতায় নামছে তরুণ শূটাররা। গুলশান শূটিং রেঞ্জে আজ থেকে শুরু হচ্ছে শূটিং। জেলা ও বিভাগীয় পর্যায়ে শূটিং অনুষ্ঠিত না হওয়ায় চূড়ান্ত পর্বের আগে বিভাগীয় দলসমূহের ব্যানারে দলগঠনে বৃহস্পতিবার থেকে মেধাবী তরুণ শূটারদের প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করবে ফেডারেশন। শূটিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিতে এরই মধ্যে দেশসেরা খুদে শূটাররা ঢাকা এসে পৌঁছেছে। তাদের জাতীয় শূটিং কমপ্লেক্সে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
×